ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাজ্জাদুল হাসান

প্রিয় শহরে

প্রকাশিত: ০৭:৫৫, ২৭ জানুয়ারি ২০২০

প্রিয় শহরে

কলাবাগানে কলা নাই কাঁঠাল বাগানে কাঁঠাল, সেগুনবাগিচায় সেগুন খুঁজে হয়েছি আমি নাকাল। ধানমন্ডিতে কোথায় ধান? হাতিরপুলে হাতি? ভূতের গলি গিয়ে দেখি জ্বলছে নিয়ন বাতি। রাজারবাগে রাজা নাই পুলিশ থাকে সেথায়, মালিবাগের মালিরা সব হারিয়ে গেল কোথায়? বর্ষা এলে শান্তিনগর পানিতে থৈ থৈ, শান্তিরা সব যায় পালিয়ে অশান্তির হৈচৈ! লালবাগটা লাল নয় নীলক্ষেতটা নীল, হাতিরঝিলে পাবে তুমি ছোট্ট একটা ঝিল। আরামবাগে আরাম খুঁজে পাবে না যে ভাই, ফকিরাপুলে ফকিরদের আজ কোনো ঠাঁই নাই! গোপীবাগে গোপী নাই মধু বাগে মধু, বউবাজারে মিলবে কি আর মনের মতো বধূ! স্বামীবাগের স্বামীরা আর পরীবাগের পরী, শান্তিবাগের শান্তি নিয়ে ভাসায় সুখের তরী।
×