ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ১০ বাস উদ্বোধন

প্রকাশিত: ০৯:২৭, ২৬ জানুয়ারি ২০২০

চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া ১০ বাস উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিআরটিসির ১০টি দোতলা বাস পেল চট্টগ্রামের শিক্ষার্থীরা। শনিবার সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে বাসগুলো উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা মুজিববর্ষের ক্ষণগণনা করছি। সেই মুহূর্তে তোমাদের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃস্নেœহে চট্টগ্রাম নগরীর স্কুল শিক্ষার্থীদের জন্য এই উপহার দিয়েছেন। শিক্ষা উপমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের সময় তোমরা চেয়েছিল স্কুলে আসা যাওয়ার জন্য বাস। প্রধানমন্ত্রী তোমাদের সেই দাবি মাতৃস্নেহে গ্রহণ করে এ বাসগুলো দিয়েছেন। এ উপহারের যত্ন নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে জানাব তার ভালবাসার নিদর্শন তোমরা দেখভাল করছ। চট্টগ্রামের জেলা প্রশাসন মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিকী, বিআরটিসির ম্যানেজার এম জে রহমান, স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলমাস শিমুল। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অতীতের স্মৃতিচারণ করে বলেন, আমরা আত্মীয়-পাড়া-পড়সীদের পুরাতন বই নিয়ে পড়তাম। এখন শেখ হাসিনা বছরের প্রথমদিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন। প্রাথমিক পর্যায়ে আইসিটি শিক্ষা বিস্তৃত করেছেন। বক্তব্যে তিনি বাসগুলোর মেইন্টেনেন্স ব্যয় বহন ও কর্মসংস্থান সৃষ্টি করার জন্য জিপিএইচ ইস্পাতকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী রাজনীতি করার জন্য ছাত্র-রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান। সততার চর্চা বিদ্যালয় থেকেই শুরু করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এ বাসগুলোতে ‘সততা কাউন্টার’ থাকবে। শিক্ষার্থীরা প্রতিবার যে কোন গন্তব্যে চলাচলের জন্য ৫ টাকা করে ভাড়া দেবে। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিদেশে পড়ার সময় আমি তিনটা চাকরি করেছি, যা দেশে আমাদের সন্তানদের করতে হয় না। লেখাপড়া শেষ করে বড় পদে যেতে হবে, বড় চাকরি পেতে হবে সেটা সঙ্কীর্ণ চিন্তা। কোন পেশাকে ছোট করে দেখবেন না। চট্টগ্রামের জেলা প্রশাসন ইলিয়াস হোসেন বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিলেন তার প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী মায়ের স্নেœহে এ বাসগুলো দিয়েছেন। বাসের অভ্যন্তরে ৬টি সিসিটিভি থাকবে। ভাড়া আদায়ের জন্য থাকবে ‘সততা বক্স’। শিক্ষার্থীরা নিজেদের সম্পদ মনে করে এগুলোর যত্ন নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। জেলা প্রশাসন সূত্র জানায়, রবিবার সকাল থেকে নগরীর প্রথম রুটের ৫টি বাস বহদ্দারহাট মোড় থেকে ছেড়ে বাদুরতলা, মুরাদপুর, চকবাজার, গনিবেকারি, জামালখান, চেরাগী পাহাড়, আন্তরকিল্লা, কোতোয়ালি মোড় হয়ে নিউমার্কেট পর্যন্ত চলাচল করবে।
×