ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভৈরবে শিশু কন্যা রেখে পালিয়ে গেল মহিলা

প্রকাশিত: ০৯:০৮, ২৬ জানুয়ারি ২০২০

ভৈরবে শিশু কন্যা রেখে পালিয়ে গেল মহিলা

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৫ জানুয়ারি ॥ শুক্রবার রাতে ভৈরব বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ে তিন দিনের শিশু কন্যা রেখে পালিয়ে গেল এক মহিলা। উপজেলা প্রশাসন শিশুটি উদ্ধার করে হাসপাতালের তত্ত্বাবধানে দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে রাত পৌনে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদের তত্ত্বাবধানে দিয়েছে। শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের তত্ত্বাবধানে রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাস থেকে এক মধ্য বয়সী মহিলা শিশুটিকে নিয়ে ভৈরবে নামার পর পাশের এক দোকানে যায়। এই দোকানে গিয়ে এক বৃদ্ধ মহিলাকে ওই মহিলা বলেন শিশুটিকে একটু রাখেন, আমি বাথরুমে যাব। সরল মনে বৃদ্ধ মহিলা শিশুটিকে কোলে রাখেন। তারপর বাথ রুমের কথা বলে ওই মহিলা আর ফিরে আসেনি। ৩০ মিনিট/এক ঘণ্টা অপেক্ষা করার পর বৃদ্ধ মহিলার ঘটনাটি সন্দেহ হয়। এ সময় স্থানীয় আশরাফুল হোসেন নামের এক যুবককে ঘটনাটি জানায় বৃদ্ধ মহিলা। পরে ওই যুবক ঘটনাটি পুলিশকে অবহিত করে। তারপর পুলিশ ঘটনাটি থানায় জিডি করে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসার শিশুটিকে উপজেলা হাসপাতালের ডাক্তার বুলবুল আহমেদের তত্ত্বাবধানে রাখতে বললে শুক্রবার রাত পৌনে ১০টায় শিশুটিকে হস্তান্তর করা হয়। ভৈরব থানার উপ-পরিদর্শক মোঃ মহসীন জানান, আশরাফুল নামের এক যুবক শিশুটিকে থানায় নিয়ে আসে। তখন সে ঘটনা খুলে বললে এ বিষয়ে থানায় জিডি করার পর উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাটি অবহিত করে শিশুটিকে উপজেলা হাসাপাতালের তত্ত্বাবধানে দেয়া হয়।
×