ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জবি শিক্ষক সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি

প্রকাশিত: ০৯:৩৭, ২৫ জানুয়ারি ২০২০

 জবি শিক্ষক সমিতির নির্বাচন ২৮  জানুয়ারি

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনের আর মাত্র তিনদিন বাকি। আগামী ২৮ জানুয়ারি মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দুটি প্যানেল চূড়ান্ত করেছে ক্ষমতাসীন নীল দলের শিক্ষকরা। গঠনতন্ত্র অনুযায়ী, প্রতিবছরই শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। কার্যকরী পরিষদের ১৫টি পদে এই নির্বাচন হয়। নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার। বিভাগে বিভাগে গিয়ে কথা বলছেন শিক্ষকরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে ভোটগ্রহণ করা হবে। গণনা শেষে সেদিনই নির্বাচনের ফল ঘোষণা করার কথা রয়েছে। শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রত্যেক পদে ২ জন করে অংশগ্রহণ করলেও সভাপতি পদে ৩ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন। এবারের নির্বাচনে কোন প্যানেল ছাড়াই সভাপতি পদে অংশগ্রহণ করছেন জয় বাংলা শিক্ষক সমাজের আহ্বায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। এদিকে ক্ষমতাসীন নীল দলের দুই প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুলাহ এবং এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোঃ শওকত জাহাঙ্গীর। নির্বাচনে এবার ৬টি পদে মোট ৩১ জন পদ প্রত্যাশী শিক্ষক লড়াই করেছেন এবং মোট ভোটার ৬৭৮ জন। এদের মধ্যে থেকে ১৫ জন নির্বাচিত হবেন। সদস্যপদে ১০ জন ছাড়া বাকি ৫ পদে একজন করে নির্বাচিত হবেন। নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং সদস্য পদে ২০ জন শিক্ষক নির্বাচনে অংশগ্রহণ করছেন।
×