ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে প্রস্তুতিমূলক টি২০ টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৯:৫১, ২৩ জানুয়ারি ২০২০

  চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপের আগে ভারতে প্রস্তুতিমূলক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারত ‘বি’ দলকে বুধবার পাটনায় ১৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সালমাবাহিনী। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১১৭ রান করে বাংলাদেশ। মুরশিদা খাতুন ও সানজিদা ইসলাম ৩৪ করে রান করেন। নিগার সুলতানা ১৮ ও শামিমা সুলতানা ১৩ রান করেন। বল হাতে কানওয়ার ৩ উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১০৩ রান করতে পারে ভারত ‘বি’ নারী ক্রিকেট দল। হাসাবনিস সর্বোচ্চ ৩৪ রান করেন। বাংলাদেশ নারী ক্রিকেটারদের ঐক্যবদ্ধ বোলিংয়ে এই জয় মিলে। সালমা খাতুন ও জাহানারা আলম ২টি করে উইকেট শিকার করেন। এর আগে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চার দলের এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারত ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ভারত ‘বি’ দলের কাছে ১৪ রানে হেরেছিল। এবার একই ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নেয়ার সঙ্গে চ্যাম্পিয়নও হয়ে যায় সালমারা। টি২০ বিশ্বকাপ এবার অস্ট্রেলিয়ায় হবে। ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে। বাংলাদেশ নারী ক্রিকেট দল ‘এ’ গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ দল ২৪ ফেব্রুয়ারি পার্থে ভারতের বিরুদ্ধে, ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২ মার্চ মেলবোর্নে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই করবে। দুই গ্রুপে খেলা হবে। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকায় সেরা দুটি করে মোট চার দল সেমিফাইনালে উঠবে। ৫ মার্চ সিডনিতে সেমিফাইনাল ম্যাচ দুটি হবে। ৮ মার্চ মেলবোর্নে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের আগে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারতে। থাইল্যান্ডের বিরুদ্ধে এত কম রানের টার্গেটেও শেষ বলে জেতায় হতাশা জড়িয়ে ধরেছিল। কিন্তু ফাইনাল ম্যাচ। মনে করা হয়েছিল, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আবার লীগপর্বে ভারত ‘বি’ দলের কাছে হারায় ফাইনালেও হারতে পারে; এমন ধারণা হয়। কিন্তু সবধারণাকে পেছনে ফেলে দিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়ে গেছে। তাতে দলটি টি২০ বিশ্বকাপেও ভাল করতে পারে, সেই আশা জন্মাচ্ছে। যদিও প্রতিপক্ষ দলগুলো শক্তিশালী। এরপরও ফাইনালে জিতে আত্মবিশ্বাস বেড়েছে। স্কোর ॥ বাংলাদেশ নারী ক্রিকেট দল ইনিংস- ১১৭/৭; সানজিদা ৩৪, মুরশিদা ৩৪, নিগার ১৮, শামিমা ১৩; কানওয়ার ৩/১৪। ভারত ‘বি’ নারী ক্রিকেট দল ইনিংস- ১০৩/৮; ২০ ওভার; হাসাবনিস ৩৪, কানওয়ার ২১*, মানি ১৭; জাহানারা ২/১৭, সালমা ২/১৮, কুবরা ১/২০, নাহিদা ১/২৩। ফল ॥ বাংলাদেশ নারী ক্রিকেট দল ১৪ রানে জয়ী। সিরিজ ॥ বাংলাদেশ নারী ক্রিকেট দল চ্যাম্পিয়ন।
×