ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদায়ের অপেক্ষায় ওজনিয়াকি

প্রকাশিত: ০৯:৩৯, ২২ জানুয়ারি ২০২০

  বিদায়ের অপেক্ষায় ওজনিয়াকি

বিশ্ব টেনিসের ঝলমলে এক তারকার নাম ক্যারোলিন ওজনিয়াকি। সুদীর্ঘ ক্যারিয়ার তার। সেই তুলনায় সাফল্যের চিত্রটা খুব কম। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ক্যারিয়ারের পুরোটা সময়ই। তবে আর বেশিদিন কোর্টে দেখা যাবে না ডেনমার্কের এই তারকা খেলোয়াড়কে। অস্ট্রেলিয়ান ওপেনের পরই র‌্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক এই চ্যাম্পিয়ন। অবসরে যাওয়ার মতো বয়স হয়নি ক্যারোলিন ওজনিয়াকির। গত জুলাইয়ে ২৯ বছর পূর্ণ করেছেন তিনি। তারপরও টেনিসকে বিদায় জানানোর জন্য এই সময়কেই বেছে নিয়েছেন ড্যানিশ এই টেনিস তারকা। চলমান অস্ট্রেলিয়ান ওপেনই তার টেনিস ক্যারিয়ারের শেষ প্রতিযোগিতা। গত ডিসেম্বরের প্রথম সপ্তাহেই অবসরের ঘোষণা দিয়েছেন ওজনিয়াকি। মেয়েদের টেনিস র‌্যাংকিংয়ে বর্তমানে ৩৭ নম্বরে অবস্থান ওজনিয়াকির। ২০১৮ সালে আর্থ্রাইটিস ধরা পড়ে তার। অবশ্য শারীরিক কোন সমস্যার কারণে অবসরের সিদ্ধান্ত নয় বলে সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছিলেন তিনি। অবসর প্রসঙ্গে ওজনিয়াকি বলেন, ‘অবসরের সিদ্ধান্তটা আমার শারীরিক সমস্যার কারণে নয়। আমি সব সময় নিজেকে বলেছি, যখনই সময় আসবে আমি টেনিসকে বিদায় বলে দিব।’ ২০০৫ সালে জুনিয়র টেনিস দিয়ে প্রাদ-প্রদীপের আলোয় ওঠে এসেছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। তবে সিনিয়র পর্যায়ে বিশ্ব টেনিসপ্রেমীদের নজরে আসেন ২০০৯ সালে। নবম বাছাই হিসেবে ইউএস ওপেনে খেলতে নেমে সেবারই ফাইনালে জায়গা করে নেন তিনি। ডেনমার্কের প্রথম প্রমীলা খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডসøামের ফাইনাল খেলার বিস্ময়কর কীর্তি গড়েন ওজনিয়াকি। কিন্তু ফাইনালে বেলজিয়ামের কিম ক্লাইস্টার্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। তবে পরের বছরই নতুন কীর্তি গড়েন। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দখল করে নেন তিনি। টেনিস ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডসøাম না জয়ের পরও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার বিরল কীর্তি গড়েন ক্যারোলিন ওজনিয়াকি। কিন্তু মেজর শিরোপার দেখাটা পাচ্ছিলেন না ড্যানিশ টেনিস তারকা। অবশেষে ২০১৮ সালে স্বপ্নের শিরোপায় চুমো আকেন ক্যারোলিন ওজনিয়াকি। দীর্ঘ প্রতীক্ষার পর ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান তিনি। শিরোপা জয়ের লড়াইয়ে সিমোনা হ্যালেপকে পরাজিত করে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের স্বাদ পান ডেনমার্কের এই টেনিস তারকা। ফাইনালে সেবার ক্যারোলিন ওজনিয়াকি ৭-৬ (৭/২), ৩-৬ এবং ৬-৪ গেমে পরাজিত করেন রোমানিয়ার সিমোনা হ্যালেপকে। সেইসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেন ওজনিয়াকি। ৪৩তম প্রচেষ্টায় এসে জিতেন ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্টের শিরোপা। ডেনমার্কেরও প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লাম জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েন ওজনিয়াকি। সেই অস্ট্রেলিয়ান ওপেনেই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ক্যারোলিন ওজনিয়াকি। সোমবার নতুন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের শুরুটাও করেছেন দুর্দান্ত। জীবনের শেষ মেজর টুর্নামেন্টের শুরুটা প্রত্যাশিত জয় দিয়েই করেছেন তিনি। মেলবোর্ন এ্যারেনায় ওজনিয়াকি এদিন ৬-১ এবং ৬-৩ সেটে পরাজয়ের স্বাদ উপহার দেন ক্রিস্টি এহনকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৯২ নম্বরে থাকা এহনকে হারাতে এদিন ওজনিয়াকির লাগে মাত্র ৮৫ মিনিট। শেষের শুরুর অনুভূতিটা কেমন? নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাবেক শীর্ষ তারকা বলেন, ‘এখানে আমার প্রথম ম্যাচ জিততে পেরে দারুণ খুশি। কেননা, আপনারা জানেন এটা সবসময়ই কঠিন। বিশেষ করে যখন জানবেন এটাই আপনার শেষ টুর্নামেন্ট তখন তো তা আরও কঠিন হয়ে পড়ে। এই সময়টাতে আবেগটাও অনেক বেশি থাকে। কিন্তু সবকিছুকেই দারুণভাবে নিয়ন্ত্রণ করেছি আমি। তাই আমি বলবো মেলবোর্নে প্রথম দিনটা দুর্দান্ত কেটেছে আমার।’ সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টুইটারে প্রথম রাউন্ডের ম্যাচের একটি ছবিও পোস্ট করেছেন ওজনিয়াকি। সাথে ক্যাপশানে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক চ্যাম্পিয়ন সেখানে লিখেছেন, ‘এখনও কাজের কিছুই হয়নি। কেবল দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছি। এই সময়ে সমর্থন জোগানোর জন্য আমি সবার প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ সুদীর্ঘ ক্যারিয়ারে অনেক বান্ধবী পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। যার মধ্যে সেরেনা উইলিয়ামস ব্যতিক্রম। ভালো বান্ধবীর পাশাপাশি যে আমেরিকান তারকা তার ভালো প্রতিপক্ষও ছিলেন এই সময়টাতে! তবে নতুন বছরের শুরুতে তারা ডাবলসে একসঙ্গে জুটি বেধে খেলেছেন অকল্যান্ড ক্ল্যাসিকে। সেই সেরেনা উইলিয়ামসও জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মিশন শুরু করলেন। অস্ট্রেলিয়ান ওপেনে এবার হট ফেবারিট সেরেনা। নতুন বছরের শুরুরতে অকল্যান্ড ক্ল্যাসিক জিতেই যে মেলবোর্নের এই কোর্টে নামেন তিনি। সুদীর্ঘ ক্যারিয়ারে ২৩ গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেয়েছেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। সর্বশেষ ২০১৭ সালে এই মেলবোর্নেই শেষ মেজর শিরোপার দেখা পেয়েছিলেন তিনি। সেইসঙ্গে জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফকে ছাড়িয়ে ওপেনযুগে সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ের অনন্য নজির গড়েছিলেন টেনিসের এই কৃঞ্চকলি। মা হওয়ার পর কোন গ্র্যান্ডস্লাম জিততে পারেননি তিনি। এবার সেই লক্ষ্যে শুরুটা করলেন দারুণভাবে। এছাড়া নাওমি ওসাকা, এ্যাশলে বার্টি, পেত্রা কেভিতোভাও দারুণ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় পর্বের টিকিট নিশ্চিত করেছেন। তারকাদের জয়ের দিনে হেরে গেছেন ভেনাস উইলিয়ামস-সামান্থা স্টোসার এবং বারবোরা স্ট্রাইকোভা। ১৫ বছর বয়সী কিশোরী কোকো গফের কাছে হেরেছেন ভেনাস। ভেনাস উইলিয়ামসের সঙ্গে শুরুর দিনই ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। ক্যাটি ম্যাকনেলির কাছে ৬-১ এবং ৬-৪ সেটে হেরে যান তিনি। এছাড়া সোরানা চির্স্টিয়ার কাছে ৬-২ এবং ৭-৬ (৭/৫) ব্যবধানে হেরে ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভা।
×