ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাস্তবায়ন হচ্ছে দলিতদের মানবসম্পদে পরিণত করার কর্মসূচী

প্রকাশিত: ০৮:১৭, ২১ জানুয়ারি ২০২০

  বাস্তবায়ন হচ্ছে দলিতদের মানবসম্পদে পরিণত করার কর্মসূচী

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ দলিত জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করার সরকারী বহুমুখী কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে রয়েছে তাদের শিক্ষিত করে গড়ে তোলার উৎসাহ দিতে উপবৃত্তি প্রদান এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়িয়ে আয়বর্ধনমূলক কর্মকা-ে সম্পৃক্ত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। পরিবার ও সমাজে তাদের মর্যাদা বাড়িয়ে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা প্রদান। আবাসনের ব্যবস্থা করা। দলিত জনগোষ্ঠীর মধ্যে রয়েছে হিজড়া বেদে হরিজন মাল সাপুড়িয়া, বাজিকর, সান্দার, টোলা, মিরশিকারী, বরিয়ালসান্দা, গাইন ইত্যাদি। অনগ্রসর সম্প্রদায়ের মধ্যে আছে জেলে, সন্যাসী, ঋষি, বেহারা, হাজাম, নিকারি, পাটনি, মেথর, ডোম, রাউত ইত্যাদি। সমাজসেবা অধিদফতরের জরিপে দেশে এই সংখ্যা প্রায় ৪৪ লাখ ১৮ হাজার। জানা গেছে, দেশে প্রথমবারের মতো হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে আবাসনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্পের আওতায় বগুড়াসহ দশ জেলায় হিজড়াদের বহুতল ভবনে বসবাসের ব্যবস্থা করা হবে। বগুড়ার মাটিডালিতে এদের আবাসনের জন্য দুই একর জমি দেখা হয়েছে। দ্রুত নির্মাণ কাজ শুরু করতে ওপর মহলে চিঠি পাঠানো হয়েছে। অর্থও বরাদ্দ হয়েছে। বগুড়ায় হিজড়া, বেদে, রবিদাসী (মুচি) বেহারাসহ দলিত সম্প্রদারের মধ্যে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচী কয়েকটি পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। প্রতিটি ব্যাচের ৫০ দিনের প্রশিক্ষণ শেষে প্রতিজনকে দশ হাজার টাকার উপকরণ সহায়তা দেয়া হয়। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন তারা নির্দিষ্ট অঙ্কের ভাতা পান। ২০১২-১৩ অর্থবছর হতে বগুড়ায় প্রতি বছর এ ধরনের প্রশিক্ষণে এ পর্যন্ত এক হাজার জনের বেশি প্রশিক্ষণ পেয়ে কর্মজীবী হয়েছে। দ্রুত স্বাবলম্বী হতে পারে এমন ধরনের প্রশিক্ষণ দেয়া হয়। যেমন কাঁথা, কম্বল বুনন,পাটজাত দ্রব্যের শপিং ব্যাগ তৈরি, বেত ও বাঁশের কাজ, পুঁথির কাজ ইত্যাদি। শপিং ব্যাগের চাহিদা বেশি থাকায় তারা দ্রুত উৎপাদনে গিয়ে পণ্য বাজারজাত করতে পারছে। দেশে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান ছাড়াও ১৮ বছরের বেশি বয়সীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও তাদের আয়বর্ধক কাজে সম্পৃক্ত করা হচ্ছে। এর বাইরে ৫০ বছরের অধিক বয়সী অক্ষম/দুস্থ দলিত সম্প্রদায়কে বিশেষ বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে। দেশের প্রায় প্রতিটি জেলায় দলিত সম্প্রদায় আছে। যাদের মধ্যে বেশি হিজড়া জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীসহ সকল অনগ্রসর জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করে সমাজে সমঅধিকার সাম্যতার ভিত্তিতে স্বাভাবিক জীবন যাপনের সুযোগ করে দিচ্ছে সরকার।
×