ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ বিভাগে জোকোভিচ, নাদাল ও ফেদেরারই এগিয়ে

এবারও ফেবারিট ত্রিমূর্তি!

প্রকাশিত: ১১:৪৬, ২০ জানুয়ারি ২০২০

 এবারও ফেবারিট ত্রিমূর্তি!

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব টেনিসের পুরুষ এককে ঝলমল করছে তিনটি নাম। রজার ফেদেরার, রাফায়েল নাদাল আর নোভাক জোকোভিচ। টেনিস কোর্টে গত দেড় দশকেরও বেশি সময় ধরে দাপট দেখাচ্ছেন তারা। যে কারণেই নাদাল-ফেদেরার-জোকোভিচকে বলা হয় ত্রিমূর্তি। গত বছরের চার গ্র্যান্ডস্লামও সমান দুটি করে ভাগাভাগি করে নিজেদের শোকেসে তুলেছেন নোভাক জোকোভিচ আর রাফায়েল নাদাল। ফেদেরার সর্বশেষ মেজর কোন শিরোপা জিতেন ২০১৮ সালে। তথাপি ২০২০ সালে আলোচনায় টেনিসের এই ত্রিমূর্তি। অস্ট্রেলিয়ান ওপেন জিতে গত বছরের সূচনা করেছিলেন নোভাক জোকোভিচ। মেলবোর্নে সপ্তম ট্রফি জয়ের রেকর্ড গড়েন তিনি। সার্বিয়ান তারকার সামনে এবার অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড অষ্টম শিরোপা জয়ের হাতছানি। সেই লক্ষ্যে আজ প্রথম রাউন্ডের ম্যাচে জান-লিনার্ড স্ট্রাফের মুখোমুখি হবেন জোকোভিচ। তবে অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে নামার আগে এবারও ব্যাপক আলোচনায় জোকোভিচের সঙ্গে নাদাল-ফেদেরারের দ্বৈরথ। সার্বিয়ান তারকা অবশ্য স্বীকার করে নিয়েছেন এই দ্বৈরথই তাকে সেরা হতে অনুপ্রাণিত করেছে। এ প্রসঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা জোকোভিচ বলেন, ‘রজার এবং রাফার সঙ্গে দ্বৈরথ এই বয়সেও আমাকে অনুপ্রাণিত করে। আমাদের এই তিনজনের লড়াই ক্যারিয়ারের সবসময়ই ভাল থেকে আরও ভাল খেলার জন্য প্রত্যেকেই মোটিভেট করেছে। এমনকি এই দ্বৈরথই আমাদের শিখিয়েছে কিভাবে কঠিন বাধা অতিক্রম করা যায়। আমিও তাদের যুগে খেলছি। সে জন্য আজ আমি অনেক বেশি কৃতজ্ঞ। বয়সে বত্রিশকেও ছাড়িয়ে গেছেন জোকোভিচ। ত্রিশের পর পঞ্চম গ্র্যান্ডস্লাম জয়ের সামনে এখন সার্বিয়ান তারকা। তবে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা মনে করেন তরুণ খেলোয়াড়রা এখন গ্র্যান্ডস্লাম জয়ের খুব কাছাকাছি চলে এসেছে। বিশেষ করে ড্যানিল মেদভেদেভ, স্টেফানোস সিসিপাস এবং ডোমিনিক থিয়েমের কথা আলাদা করেই বললেন জোকোভিচ। তিনি বলেন, ‘তারা খুব কাছাকাছি চলে এসেছে গ্র্যান্ডস্লাম জয়ের। গত মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের ফাইনালে রাফার সঙ্গে দুর্দান্ত লড়াই করেছে মেদভেদেভ। গত বছর এখানে সেমিফাইনাল খেলেছে সিসিপাস। দুইবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলেছে ডোমিনিক থিয়েম। তাই আমি বলব, গ্র্যান্ডস্লাম জয়ের খুব কাছাকাছি চলে এসেছে তারা।’ রাফায়েল নাদাল এখন নাম্বার ওয়ান খেলোয়াড়। অস্ট্রেলিয়ান ওপেনে অবশ্য তার তেমন সাফল্য নেই। ২০০৯ সালে একবার মাত্র মেলবোর্নের শিরোপা জিতেছিলেন তিনি। এবার কী পারবেন দীর্ঘ সময়ের এই খরা ঘোচাতে? অপেক্ষা এখন সেটাই দেখার। অস্ট্রেলিয়ান ওপেনে সর্বশেষ মেজর শিরোপার দেখা পেয়েছিলেন রজার ফেদেরার। সেইসঙ্গে গড়েছিলেন কুড়িতম গ্র্যান্ডস্লাম জয়ের অবিস্মরণীয় কীর্তি। এরপর অবশ্য আর গ্র্যান্ডস্লাম জিততে পারেননি তিনি। ফেড এক্সপ্রেসের সামনে এবার মেলবোর্নের সপ্তম শিরোপা জয়ের হাতছানি।
×