ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে স্কুলছাত্রকে জবাই করে হত্যা

প্রকাশিত: ১১:৩৮, ২০ জানুয়ারি ২০২০

 চাঁদপুরে স্কুলছাত্রকে জবাই করে  হত্যা

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৯ জানুয়ারি ॥ হাজীগঞ্জ উপজেলা সদরের আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মারুফ হোসেন হৃদয় (১৫) কে ধারালো অস্ত্র দিয়ে জবাই করেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল সাড়ে ৮টায় হাজীগঞ্জ থানা পুলিশ বিদ্যালয় সংলগ্ন একটি চা দোকানের ভিতর থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। হৃদয় হাজীগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ড ঘোষাইবাড়ির মোঃ ফারুক হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, সকালে চা দোকানদার মোঃ ফরিদ দোকান খুলতে এসে স্কুল ছাত্রের মরদেহ দেখতে পায়। এ সময় ওই স্থানে থাকা লোকজন পুলিশকে খবর দিলে থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে। বিদ্যালয়ের সীমানা প্রাচীরের অভ্যন্তরে প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন ও বিদ্যালয়ের মূল গেটের মধ্যে রক্তের দাগ রয়েছে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা ওই ছাত্রকে পরিত্যক্ত ভবনে হত্যা করে বিদ্যালয়ের পাশের চা দোকানে মরদেহ রেখে চলে যায়। গাইবান্ধায় দুই শিশু নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাতপুর গ্রামে শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুরা হলো ওই গ্রামের শিপন মিয়ার ছেলে জিহাদ (৭) ও নূরন্নবীর মেয়ে মিম আকতার (৬)। জিহাদ চক গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ও মিম শিশু শ্রেণীর ছাত্রী ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম জানান,গতকাল জিহাদ ও মিম বিদ্যালয়ে এসেছিল। ধারণা করা হচ্ছে, তারা পানিতে পড়ে মারা গেছে। কুয়াকাটায় গলিত লাশ নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, কুয়কাটা সৈকতের লেম্বুরচর বেলাভূমি থেকে একটি অর্ধগলিত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মহিপুর থানা পুলিশ রবিবার সকাল ১০টায় মৃতদেহটি উদ্ধার করে। দিনাজপুরে নবজাতক স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, দিনাজপুর শহরের কাঞ্চন ব্রিজের নিচ থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে অবৈধ গর্ভপাত ঘটিয়ে ওই নবজাতককে হত্যা করে মরদেহ ফেলে দেয়া হয়েছে। জানা যায়, সকালে ব্রিজের নিচে নদীর পানিতে একটি কাপড়ে মোড়ানো মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী। পরে কুকুর টানাটানি করলে স্থানীয় এলাকাবাসী মরদেহটি কবর দেয়। এরই মধ্যে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। টাঙ্গাইলে শিশু নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, আমিন বাজার এলাকায় শ্বাসরোধে সাইফ উদ্দিন (৮) নামে এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। সাইফ উদ্দিন পৌরসভার আমিন বাজার এলাকার সালাহ্ উদ্দিনের ছেলে।সালাহ্ উদ্দিন দীর্ঘদিন যাবৎ আমিনবাজার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। তার গ্রামের বাড়ি পৌরসভার কাগমারা মেছের মার্কেট এলাকায়। পুলিশ ও স্থানীয়রা জানান, সালাহ্ উদ্দিন ব্যবসায়ীর কাজে পরিবার নিয়ে দীর্ঘদিন যাবৎ ভাড়া বাসায় থাকেন। শনিবার রাতে সালাহ্ উদ্দিন বাসায় গিয়ে দেখতে পান তার ছেলে সাইফের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। বাসার আসবাবপত্র এলোমেলো, ছড়িয়ে-ছিটিয়ে আছে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। যশোরে গৃহবধূ স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, মনিরামপুরে লিপিকা দাস (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে থানার এসআই জহির রায়হান উপজেলার মাঝিয়ালী গ্রামে স্বামী বিজয় দাসের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। যৌতুক ও পরকীয়ার জেরে বিজয় দাস স্ত্রীকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ লিপিকার স্বজনদের। পুলিশ বিজয় দাসকে আটক করেছে। বিজয় দাস মাঝিয়ালী গ্রামের ধীরেন দাসের ছেলে। তিনি জুতা সেলাই করে সংসার চালান। আর লিপিকা কেশবপুর উপজেলার খতিয়াখালি গ্রামের পাগল দাসের মেয়ে। ৬/৭ বছর আগে বিজয় দাসের সঙ্গে তার বিয়ে হয়। ওই দম্পতির প্রীতি (৪) ও প্রিতম (২) নামে দুটি সন্তান রয়েছে। লিপিকার ভাই সাধন দাস বলেন, বিয়ের পর থেকে স্ত্রীকে ঘরে নিতে চাইত না বিজয়। টাকার জন্য বিভিন্ন সময়ে বিজয় তাকে মারধর করত। কয়েকদিন আগে বিজয় জমি কিনবে বলে দুই লাখ টাকা দাবি করে। সেই টাকা দিতে না পারায় লিপিকাকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে সে। মঠবাড়িয়ায় যুবক সংবাদদাতা মঠবাড়িয়া থেকে জানান, পিরোজপুরের মঠবাড়িয়ায় রবিবার সন্ধ্যায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার দক্ষিণ ভেচকি গ্রামের মালবাড়ি সংলগ্ন আমন মাঠে পুতে রাখা গলাকাটা ও শরীরের একাধিক স্থানে জখমের চিহ্নসহ এ লাশ উদ্ধার করা হয়। যার বয়স ২৫ থেকে ৩০ বছর। জানা গেছে, বিকেলে স্থানীয় কৃষকরা মাঠে খড় আনতে গেলে দুর্গন্ধ ও মাছি উড়তে দেখে ঘটনাস্থলে গিয়ে মাটির নিচে রক্তাক্ত কাপড় দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে। জয়পুরহাটে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, আক্কেলপুর উপজেলার রায়কালী বাজারের দক্ষিণ পাড়া গ্রামে সপ্তমী রানী নামের (৬০) বছরের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকেলে নিজ বাড়িতে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর দুর্বৃত্তরা নগদ ২ লাখ টাকা ও বেশ কিছু স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন নিহতের স্বামী রায়কালী বাজারের ব্যবসায়ী বিশ্বনাথ বসাক। গ্রামবাসীরা জানায় ওইদিন বিকেলে বিশ্বনাথ বসাক বাড়ির দরজা বন্ধ দেখে স্ত্রীকে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে পেছনের দরজা ভেঙ্গে ঘরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করে। খবর পেয়ে পুলিশ এসে সপ্তমী রানীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
×