ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

প্রকাশিত: ০৯:৩২, ১৮ জানুয়ারি ২০২০

 স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় স্বেচ্ছাশ্রমে প্রায় ২ শ’ মিটার দীর্ঘ একটি এইচবিবি সড়ক সংস্কার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সিংহঝুলি পশ্চিমপাড়া গ্রামের প্রায় স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করেন। সংস্কার কাজে প্রায় ১৫০ ট্রলি মাটি লেগেছে বলে জানিয়েছেন সংস্কার কাজে নেতৃত্ব দেয়া স্থানীয় যুবক টনিরাজ। জানা গেছে, উপজেলার সিংহঝুলি পশ্চিমপাড়া গ্রামের একমাত্র সড়কটি প্রায় দুই যুগ আগে জেলা পরিষদ এইচবিবি করে দেয়। সড়কটির দুই পাশেই একাধিক পুকুর থাকায় বর্ষা মৌসুমে সড়কের প্রায় দুইশত মিটার দু’ধার ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দীর্ঘদিন যাবত এই সড়ক দিয়ে যানবাহন, এমনকি মানুষ পায়ে যেতেও পারছিলেন না। ফলে দারুণভাবে ভোগান্তির শিকার হচ্ছিলেন মুমূর্ষ রোগী, কৃষক, কোমলমতি স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
×