ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় মৎস্য প্রতিমন্ত্রী

৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে

প্রকাশিত: ০৯:৩১, ১৭ জানুয়ারি ২০২০

৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৬ জানুয়ারি ॥ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ দিনে দিনে উন্নত রাষ্ট্র হতে যাচ্ছে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব খাতের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ২০৪১ সালের মধ্যেই এ দেশ উন্নত রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। বৃহস্পতিবার সকালে তিনি নেত্রকোনা পৌর এলাকার মাহ্মুদপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, পিপি ইফ্তেখার উদ্দিন তালুকদার মাসুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদফতরের উদ্যোগে ১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে এ একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে।
×