ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে ১৩২ পরিবার পাচ্ছে নতুন ঘর

প্রকাশিত: ০৯:৩০, ১৭ জানুয়ারি ২০২০

সিলেটে ১৩২ পরিবার পাচ্ছে নতুন ঘর

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ‘যার জমি আছে ঘর নেই’ সরকারের দুটি প্রকল্পের আওতায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অসহায় ১৩২ পরিবার পাচ্ছে মাথার গোঁজার ঠাঁই। উপজেলার ১০ ইউনিয়নে এ ঘরগুলো নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রকল্প দুটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১ কোটি ৬১ লাখ টাকা। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ন-২ এর আওতায় ‘যার জমি আছে ঘর নেই’ তার নিজ জমিতে গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ১২০টি ঘর এবং দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ‘দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ’ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে আরও ১২টি ঘর। প্রকল্পের আওতায় প্রতিটি ঘর ১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। ঘরগুলো পাকা খুঁটি ও ঢেউটিন দিয়ে তৈরি করা হচ্ছে। এছাড়া, ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ৩ লাখ টাকা। পাকা ঘরগুলোর দেয়াল পাকা ও চাল ঢেউটিন। এতে থাকছে ২টি রুম, ফ্লোর পাকা, বারান্দা, রান্নাঘর ও বাথরুম।
×