ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নয়া মজুরি কমিশন পে-স্লিপ প্রদান ॥ পাটকল শ্রমিকদের আনন্দ মিছিল

প্রকাশিত: ০৯:৩০, ১৭ জানুয়ারি ২০২০

নয়া মজুরি কমিশন পে-স্লিপ প্রদান ॥ পাটকল শ্রমিকদের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুয়ায়ী বৃহস্পতিবার নতুন মজুরি কমিশন অনুযায়ী খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের পে-স্লিপ দেয়া হয়েছে। প্রত্যেক শ্রমিকের নিজস্ব নামে পে-স্লিপ প্রদান করা হয়। সরকারের পক্ষ থেকে মিলগুলোতে অর্থ বরাদ্দ দেয়া হলে শ্রমিকরা এ টাকা উত্তোলন করতে পারবেন। ইতোমধ্যে প্রতিটি মিলে ৭ সপ্তাহের মজুরি পাওনা রয়েছে বলে শ্রমিক নেতারা জানান। এদিকে নতুন মজুরি কমিশন অনুয়ায়ী পে-স্লিপ হাতে পাওয়ায় শ্রমিকরা উল্লসিত। তারা বেলা ১১টার দিকে খালিশপুর শিল্পাঞ্চলে স্লিপ হাতে নিয়ে আনন্দ মিছিল করেছে। খুলনা-যশোর অঞ্চলে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) অধীন জুটমিল রয়েছে নয়টি। এর মধ্যে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলী জুট মিল, ক্রিসেন্ট জুট মিল, দিঘলিয়া উপজেলায় স্টার জুট মিল এবং আটরা শিল্প এলাকায় আলিম জুট মিল ও ইস্টার্ন জুট মিল অবস্থিত। এ ছাড়া যশোরের নওয়াপাড়ায় যশোর জুট ইন্ডাস্ট্রি (জেজেআই) ও কার্পেটিং জুট মিল রয়েছে। এ জুট মিলগুলোতে বর্তমানে উৎপাদন চালিয়ে যাওয়ার মতো পাট নেই। শ্রমিকরা শুধু মিলে হাজিরা দিচ্ছে। এতে শ্রমিকদের কর্মসপ্তাহ বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা অঞ্চলের এই পাটকলসমূহে শ্রমিক রয়েছে প্রায় ৩০ হাজার। এর মধ্যে স্থায়ী শ্রমিক প্রায় সাড়ে ১১ হাজার। বাকি সব বদলি শ্রমিক। প্লাটিনাম জুবিলী জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রমিকদের কাছে স্লিপ প্রদান করা হয়। দুপুরের পরের শিফটে যারা কাজে আসেন তাদের দুপুরের পর এ স্লিপ দেয়া হয়েছে বলে জানান তিনি। ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প প্রধান মোঃ নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের ২০১৫ সালের নতুন মজুরি কমিশন অনুয়ায়ী ৪ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি এই এক সপ্তাহের মজুরির স্লিপ শ্রমিকদের প্রদান করা হয়েছে। বিজেএমসি থেকে এখনও অর্থ পাওয়া যায়নি। অর্থ প্রাপ্তি সাপেক্ষে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে। বিজেএমসি খুলনার আঞ্চলিক লিয়াজোঁ অফিসার মোঃ বনিজ উদ্দীন মিয়া জানান, শ্রমিকদের দাবি সরকার মেনে নিয়ে নতুন মজুরি কমিশন অনুযায়ী মজুরি দেয়ার ঘোষণা দিয়েছে। সে অনুয়ায়ী তাদেরকে স্ব-স্ব নামে মজুরির স্লিপ দেয়া হয়েছে। সরকার অর্থ বরাদ্দ দিলে শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে পারবে মিলগুলো। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে পাঁচ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর ৬টা বেলা সকাল ১১টা পর্যন্ত বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ভোরে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করেন কর্তৃপক্ষ। প্রায় ৫ ঘণ্টা পর বেলা ১১টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে শিমুলিয়াঘাটে সাড়ে ৪ শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক শফিক আহম্মেদ জানান, ঘন কুয়াশার কারণে নদীর চ্যানেলের পয়েন্টগুলো বিকন বাতি দেখতে না পাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
×