ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশী জনশক্তির জন্য আমিরাতের শ্রমবাজ‍ার খুলে দেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ১২:৫০, ১৬ জানুয়ারি ২০২০

বাংলাদেশী জনশক্তির জন্য আমিরাতের  শ্রমবাজ‍ার খুলে দেয়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

জনকণ্ঠ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশী জনশক্তির জন্য মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শ্রমবাজারের সকল খাত খুলে দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে ‘সাসটেনেবিলিটি উইক’ অনুষ্ঠান চলাকালে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাহিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে এ আহ্বান জানান। খবর বাসসর। ঢাকার আহ্বানের জবাবে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশী জনশক্তি নিয়োগ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন। ‘ফিউচার সাসটেনেবিলিটি সামিট; ইক্লুসিভ এ্যান্ড মাল্টিলেটারের ক্লাইমেট এ্যাকশন’ সেগমেন্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্যানেল ইন্টারভিউর পাশাপাশি এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মোমেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে অবস্থানরত উদ্বাস্তু রোহিঙ্গাদের দুরবস্থা সম্পর্কে অবহিত করেন। ড. মোমেন রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশকে সমর্থনের জন্য আমিরাতের প্রতি কৃতজ্ঞতা জানান। মন্ত্রী আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রা সম্পর্কেও ব্রিফ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অর্জনে আমিরাতের মতো বন্ধু রাষ্ট্রগুলোর সাহায্য-সহযোগিতার ওপর নির্ভর করে থাকে। তিনি জানান বাংলাদেশ বিস্তৃত পরিসরে দুবাই এক্সপো ২০২০-এ অংশ নিতে চায়। শেখ আবদুল্লাহ বিন নাহিয়ান বাংলাদেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের জনগণের উন্নতিতে তার মুগ্ধতা প্রকাশ করেন এবং আশ্বাস দেন যে তারা তাদের পক্ষ থেকে দুবাই এক্সপোতে বাংলাদেশের ব্যাপকতর উপস্থিতি নিশ্চিত করতে চেষ্টা করবেন। বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের জন্য জমি বরাদ্দের মতো করে দুবাইতে বাংলাদেশ দূতাবাসের জন্য কূটনীতিক পাড়ায় জমি বরাদ্দ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, স্বেচ্ছা, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে মিয়ানমারের সঙ্গে কাজ করার জন্য ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি) এর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট মিয়ানমার তৈরি করেছে এবং এই সঙ্কটের সমাধানও তাদের হাতে। বাংলাদেশে নবনিযুক্ত আইসিআরসির প্রতিনিধিদলের প্রধান পিয়ের ডরবেস এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার পরিচয়পত্র উপস্থাপনের সময় মোমেন এ আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গার উপস্থিতির বিষয়ে এবং তাদের সন্তানদের শিক্ষার সুযোগ না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। পিয়ের ডরবেসকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশী নাগরিকদের সহায়তা প্রদানের ক্ষেত্রে আইসিআরসি’র অমূল্য ভূমিকার জন্য এবং এবং বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য তাদের সাম্প্রতিক মানবিক সহায়তার জন্য গভীর প্রশংসা করেন। বাংলাদেশে আসার আগে ডরবেস ২০১৯ সালের জুলাই পর্যন্ত বেজিংয়ে পূর্ব এশিয়ার জন্য আইসিআরসি’র আঞ্চলিক প্রতিনিধি দলের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন।
×