ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু জাতীয় এ্যাডভেঞ্চার উৎসব সমাপ্ত

প্রকাশিত: ১১:১৮, ১৬ জানুয়ারি ২০২০

রাঙ্গামাটিতে বঙ্গবন্ধু জাতীয় এ্যাডভেঞ্চার উৎসব সমাপ্ত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৫ জানুয়ারি ॥ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত পাঁচ দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় এ্যাডভেঞ্চার উৎসবের সমাপ্ত হয়েছে। এই উপলক্ষে বুধবার বিকেলে উন্নয়ন বোর্ডের হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। অনুষ্ঠানে বঙ্গবন্ধু জাতীয় এ্যাডভেঞ্চার উৎসবের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী দেশী-বিদেশী ৮২ জনের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। এই সময়ে রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির বোর্ডের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম এবং ওসিয়ান সেলর এ্যান্ড এ্যাডভেঞ্চারের প্রতিনিধি এ্যানি কোয়েমেরি উপস্থিত ছিলেন। মুজিববর্ষ উপলক্ষে উন্নয়ন বোর্ড এই অনুষ্ঠানের আয়োজন করেছে। গত ১১ জানুয়ারি জেলার কর্ণফুলী সরকারী কলেজ প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
×