ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তি পাচ্ছে ফাখরুল আরেফিন খানের চলচ্চিত্র ‘গন্ডি’

প্রকাশিত: ০৮:৫৭, ১৩ জানুয়ারি ২০২০

 মুক্তি পাচ্ছে ফাখরুল আরেফিন খানের চলচ্চিত্র ‘গন্ডি’

স্টাফ রিপোর্টার ॥ ‘বেশ কিছুদিন আগে কাজ শেষ করেছি। চলচ্চিত্রের দৃশ্য ধারণের শুরু থেকে এটাকে পর্দায় দেখার জন্য অনেক দর্শক আমাকে ফোন করে। অনেক আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে, বাকিটুকু দর্শকের হাতে ছেড়ে দিয়েছি’-নিজের পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘গন্ডি’ প্রসঙ্গে এ কথা বলেন তরুণ পরিচালক ফাখরুল আরেফিন খান। চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে তিনি জনকণ্ঠকে বলেন, রোমান্টিক কমেডি ঘরানার ‘গণ্ডি’ চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের বন্ধুত্বের গল্প নিয়ে। অবসরে থাকা দুজন নারী পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কিভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রতে। এই চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। তিনি বলেন, গত বৃহস্পতিবারে অনলাইনে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য আবেদন করেছি। রবিবারে এর হার্ডকপি জমা দিয়েছি। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেই চলচ্চিত্রটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করব। এজন্য বেশি সময় নেব না। আমাদের ইচ্ছা ফেব্রুয়ারির প্রধম সপ্তাহে চলচ্চিত্রটি মুক্তি দেয়ার। সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা ছাড়াও চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জি প্রমুখ। গড়াই ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রের আবহ সঙ্গীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।
×