ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে ছাগল চুরির অপবাদে নির্যাতনের ঘটনায় দুইজন গ্রেফতার

প্রকাশিত: ০৯:০৭, ১২ জানুয়ারি ২০২০

না’গঞ্জে ছাগল চুরির অপবাদে নির্যাতনের ঘটনায় দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় দুই যুবককে ছাগল চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ধরে এনে আওয়ামী লীগ নেতার বাড়িতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে রবিন ও ইউনুস নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে ফতুল্লার কুতুবপুর এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়। ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এই ঘটনার সঙ্গে আরও করা জড়িত আছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ১ জানুয়ারি ফতুল্লার কুতুবপুরে নিশ্চিন্তপুর এলাকার শফিকুল ইসলামের বাড়ি থেকে দুটি ছাগল চুরি যায়। এ ঘটনায় বাড়ির মালিক শফিকুল ইসলাম স্থানীয় দুই যুবক নাঈম ও রাতুলকে সন্দেহ করে। বিষয়টি শফিকুল স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি মেম্বার আলাউদ্দিন হাওলাদাকে অবহিত করে। আলাউদ্দিন হাওলাদার লোক পাঠিয়ে রাতুল ও নাঈমকে তার বাড়িতে ঢেকে এনে সালিশের নামে আলাউদ্দিন বাহিনীর সদস্য জাহিদ, ইউনুস, কাদিরসহ কয়েকজন মিলে কাঠের রোল ও লাঠি দিয়ে বেধড়ক হাতে, পায়ে, পায়ের পাতায় ও উরুতে নির্যাতন চালায়। বাসার ভেতরে রেখে নির্যাতন চালানোর পর দুই যুবকে পুলিশ ডেকে ছাগল চুরির মামলায় পুলিশের কাছে তুলে দেয়া হয়।
×