ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহের ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:৪২, ১১ জানুয়ারি ২০২০

  ঝিনাইদহের ইউপি  সদস্যকে কুপিয়ে  হত্যা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১০ জানুয়ারি ॥ পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বর স্বপনকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই মিল্টন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে মান্দারবাড়িয়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত স্বপন মান্দারবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর ছিল। সে ওই গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। আহত ছোট ভাই মিল্টনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহেশপুর থানার ওসি মোরশেদ হোসেন খান জানান, মান্দারবাড়িয়া গ্রামের ইউপি মেম্বর স্বপনের কাছে একই গ্রামের শামিম নামে একজন ২২০০ টাকা পেতো। ওই টাকা আদায় করা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পুড়োপাড়া বাজারে স্বপনের সঙ্গে শামিম ও তার ভাই সাকিবের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে তারা তাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে থাকে। স্বপনের চিৎকারে তার ভাই মিল্টন ছুটে এসে ঠেকাতে যায়। সে সময় তারা দুই ভাইকেই উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায়। ইউপি মেম্বর স্বপন ঘটনাস্থলেই নিহত হয়। সাতক্ষীরায় নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, নিখোঁজের তিনদিন পর বিলের মধ্যে থেকে মরিয়ম খাতুন (২১) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের বিলের মধ্যে থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত মরিয়ম খাতুন ভুরুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। নিহতের পিতা আব্দুল কাদের জানান, মরিয়ম খাতুন তিনদিন আগে কাউকে কিছু না বলে এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়ে যায়। সেখান থেকে সে নিখোঁজ ছিল। বাউফলে পরীক্ষার্থী নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, গলায় ফাঁস লাগানো অবস্থায় আল আমিন আকন (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থীর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পৌর শহরের ৬নং ওয়ার্ড থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, আল আমিন বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে প্রাইভেট পড়ার কথা বলে বেড় হয়ে আর বাসায় ফিরে আসেননি।
×