ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে স্বাস্থ্যসেবা ॥ মৎস্য প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৯:৪২, ১১ জানুয়ারি ২০২০

 জনগণের দোরগোড়ায়  পৌঁছে দিতে হবে স্বাস্থ্যসেবা ॥ মৎস্য প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১০ জানুয়ারি ॥ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে সবার আগে চিকিৎসকদের আন্তরিক হতে হবে। তাদের জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। মনে রাখতে হবে- তাদের চিকিৎসক হয়ে ওঠার পেছনে জনগণের বিনিয়োগ আছে। উত্তম ব্যবহার এবং আন্তরিক সেবার মধ্য দিয়ে তাদের জনগণের আস্থা অর্জন করতে হবে। শুক্রবার সকালে নেত্রকোনা মেডিক্যাল কলেজের ২য় ব্যাচের (এমবিবিএস) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ রঞ্জন কুমার কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডাঃ জ্যোতির্ময় আইচ, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনসী, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।
×