ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি’

প্রকাশিত: ১৩:০৪, ১০ জানুয়ারি ২০২০

‘মুজিব আমার স্বাধীনতার  অমর কাব্যের কবি’

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত হবে চৌত্রিশতম জাতীয় কবিতা উৎসব। কবিতা উৎসবের মাধ্যমে উদ্্যাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ‘মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি’ প্রতিপাদ্যে পয়লা ফেব্রুয়ারি সকালে ৩৪তম উৎসবের উদ্বোধন করবেন প্রখ্যাত কবি মহাদেব সাহা। বৃহস্পতিবার টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এবারের উৎসবে তিনজন ভাষা সংগ্রামী কবিকে দেয়া হবে ‘জাতীয় কবিতা পরিষদ সম্মাননা’। তারা হলেন কবি আহমদ রফিক, গীতিকবি আবদুল গাফ্ফার চৌধুরী ও কবি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। স্বদেশের কবিদের সঙ্গে উৎসবে সাতটি দেশের অতিথি কবিগণও উপস্থিত থাকবেন। এবারে ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলাসহ বিদেশের মাটিতেও অনুষ্ঠিত হবে ৩৪তম উৎসবটি। নেয়া হয়েছে বছরব্যাপী কর্মসূচী। পরিষদের সভাপতি মুহম্মদ সামাদের একটি কবিতার পঙ্ক্তি থেকে নির্ধারিত হয়েছে এবারের স্লোগান। দুই দিনব্যাপী ঢাবি গ্রন্থাগার চত্বরের উৎসবে কবিদের স্বরচিত কবিতাপাঠ, নিবেদিত কবিতা, সেমিনার ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উদ্ভাসিত হবে মুজিববর্ষ। এবারের উৎসবে যুক্ত হয়েছে বছরব্যাপী আয়োজন। দেশব্যাপী নেয়া হয়েছে ‘মুজিববর্ষ, কবিতাবর্ষ’ শীর্ষক বছরব্যাপী কর্মসূচী। সেই কর্মসূচীতে ঢাকার পাশাপাশি টুঙ্গিপাড়া, মুজিবনগরসহ কয়েকটি জেলা শহরে ছড়িয়ে যাবে কবিতা উৎসব। সেই সঙ্গে দেশের বাইরে লন্ডন, ম্যানচেস্টার, কলকাতা, শান্তি নিকেতনের বাংলাদেশ ভবন ও আগরতলায় অনুষ্ঠিত হবে উৎসবের অন্তর্ভুক্ত মুজিববর্ষের আয়োজন। এ আয়োজনে সক্রিয়ভাবে কাজ করবে কবিতা পরিষদের জেলা ও আন্তর্জাতিক শাখাগুলো। সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ এবং সাধারণ সম্পাদক তারিক সুজাত। এ সময় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, কবি শিহাব সরকার, কবি দিলারা হাফিজ, ছড়া সাহিত্যিক আনজীর লিটন, কবি কাজী রোজী, কবি আমিনুর রহমান সুলতান, কবি আসলাম সানি, কবি বুলবুল মহলানবীশ প্রমুখ। টিএসিরর উৎসব কার্যালয়ে চলছে উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম। প্রতিদিনই ঢাকা ও ঢাকার বাইরের কবিরা নিবন্ধনের মাধ্যমে উৎসবে অংশগ্রহণ নিশ্চিত করছেন। ঢাকার কবিদের নিবন্ধন ফি ৩০০ টাকা এবং ঢাকার বাইরের কবিদের নিবন্ধন ফি ২০০ টাকা। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই নিবন্ধন কার্যক্রম। প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলছে এ কার্যক্রম।
×