ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দায়িত্বে অবহেলা ॥ পশ্চিম রেলের ৮ কর্মচারীকে বদলি

প্রকাশিত: ০৮:৪৪, ১০ জানুয়ারি ২০২০

দায়িত্বে অবহেলা ॥ পশ্চিম রেলের ৮ কর্মচারীকে বদলি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দায়িত্ব অবহেলা, নিয়মিত অফিস না করা ও নানা অভিযোগে রাজশাহীর পশ্চিম রেলের ৮ কর্মচারীকে বদলি করা হয়েছে। এদের পূর্বাঞ্চল রেলওয়ে ছাড়াও বিভিন্ন দফতরে বদলি করা হয়েছে। ঢাকা রেলওয়ে ভবন থেকে গত ২৬ ডিসেম্বর বদলির দফতরাদেশ পাওয়ার পর পশ্চিম রেলওয়ে থেকে তাদের অবমুক্তও করা হয়েছে। বদলির আদেশপ্রাপ্ত ৮ জনের মধ্যে ৭ জনই নিজ নিজ দফতরে যোগদান করলেও পশ্চিম রেলেও স্টেনোগ্রাফার/সিএসটিই আবুল মাসউদ মোসাদ্দেক আহমেদ নামের একজন এখনও যোগদান করেননি। তাকে পূর্বাঞ্চল রেলওয়েতে বদলি করা হলেও এখন বদলি আদেশ ঠেকাতে নানাভাবে তদবির শুরু করেছেন। রেলওয়ের একটি সূত্র জানায়, স্টেনোগ্রাফার/সিএসটিই আবুল মাসউদ মোসাদ্দেক আহমেদ দীর্ঘদিন ধরে পশ্চিম রেলে কর্মরত। স্টেনোগ্রাফার হলেও তার নানা অত্যাচারে খোদ কর্মকর্তারাও অতিষ্ঠ। অফিসে নিয়মিত না আসা, দায়িত্ব অবহেলা, টিকেট কালোবাজারি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এত কিছুর পরই রাজশাহীতেও থাকতে তিনি মরিয়া হয়ে উঠেছেন। গত ২৬ ডিসেম্বর বদলি আদেশ হলেও এখনও তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি বলে জানা গেছে। বরং বদলি আদেশ ঠেকাতে তিনি অসুস্থতার মিথ্যা রিপোর্ট দাখিল করেছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের একটি সূত্র জানায়, রেলের স্টেনোগ্রাফার হয়েও নগরীর উপশহর এলাকায় চারতলা বাড়ি বানিয়েছেন আবুল মাসউদ। তিনি দুপুর ১২টায় অফিসে গিয়ে শুধু হাজিরা খাতায় স্বাক্ষর করে লাঞ্চের জন্য বেরিয়ে আর অফিসে আসেন না। রেলেও উর্ধতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন দফতরে ভুয়া অভিযোগ দিয়ে হয়রানি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমাঞ্চল রেলওয়ের কয়েক কর্মকর্তা জানান, স্টেনোগ্রাফার/সিএসটিই আবুল মাসউদ মোসাদ্দেক আহমেদ এখন তার বদলি ঠেকাতে নানাভাবে তদবির করছেন ঢাকায়। সুস্থ হলেও অসুস্থতার সার্টিফিকেট দাখিল করে ঢাকা রেলওয়ে ভবনে বদলি আদেশ ঠেকাতে ধর্না দিচ্ছেন।
×