ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির দুই মেয়র প্রার্থীকে ঐক্যফ্রন্টের সমর্থন

প্রকাশিত: ১১:১৩, ৯ জানুয়ারি ২০২০

বিএনপির দুই মেয়র প্রার্থীকে ঐক্যফ্রন্টের সমর্থন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সরকার বিরোধী এই জোটের পক্ষ থেকে জানানো হয়েছে এ দুই প্রার্থীর পক্ষে জোটের নেতারা বিভিন্ন প্রচারেও অংশ নেবেন। বুধবার রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে জোটের নেতাদের সঙ্গে তাবিথ ও ইশরাকের বৈঠক শেষে এ সমর্থনের কথা জানানো হয়। বিএনপি থেকে ঢাকা উত্তর সিটিতে লড়বেন আবদুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল এবং দক্ষিণে অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। বৈঠক শেষে ড. কামাল হোসেনের ডান হাত ধরেন ইশরাক আর বাম হাত ধরেন তাবিথ। পেছনে গিয়ে দুই মেয়র প্রার্থী কামাল হোসেনের দু’হাত ধরে ফটোসেশন করেন। এসময় কামাল হোসেন হাসছিলেন। ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, আমরা দেখেছি যে নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে ফল ঘোষণা হয়ে যায়। আমাদের আশঙ্কা যে, এবারও একই ধরনের একটা নাটক করার প্রস্তুতি নিচ্ছে সরকার। সরকারের সমালোচনা করে কামাল হোসেন বলেন, সরকার নানা কার্যকলাপের মধ্য দিয়ে গণতন্ত্রকে সবদিক থেকে ধ্বংস করেছে। সেই প্রস্তুতি তারা আবার নিচ্ছে। নিজের অধিকার প্রতিষ্ঠায় ও দেশকে বাঁচানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামাল হোসেন। তিনি বলেন, জনগণ যেটা চাচ্ছে সেভাবে নির্বাচন যেন করাতে পারি। আর যদি সরকার একদম নির্লজ্জভাবে সবকিছু ধ্বংস করে তখন আমাদের আন্দোলন করে এগিয়ে যেতে হবে। ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপির দুই প্রার্থী ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে দেখা করার জন্য গতকাল খবর পাঠিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই আজ দুই প্রার্থী সাক্ষাত করতে এসেছিলেন। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সরকারের উদ্দেশে মান্না বলেন, ‘এই নির্বাচন আমরা আক্ষরিক অর্থেই শুধু নয়, সর্বাংশে নির্বাচনের মতো করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই অংশ নিতে চাই। এ জন্য ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এ দুজন প্রার্থীকে আমরা সর্বাত্মক সমর্থন দিচ্ছি এবং তাদের সমুদয় কাজের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে আমাদের কেন্দ্রীয় নেতাসহ অন্যান্য নেতারা অংশ নেবেন। সরকার প্রায় কয়েক বছর ধরেই নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করে মান্না বলেন, নির্বাচনটা একটা সাজানো নাটক। ফলাফল তারা আগেই রেডি করে রাখে। মান্না বলেন, এই নির্বাচনে বিজয় নিশ্চিত। কেড়ে নেয়া ছাড়া তারা জিততে পারবে না। আমরা নির্বাচনে নামছি যে এবার কেড়ে নিতে দেব না।’ ইভিএম ব্যবহার ও বিএনপি সমর্থিত এক কাউন্সিল প্রার্থীকে গ্রেফতারের সমালোচনা করেন তিনি। ঐক্যফ্রন্টের বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাঈদ, সব্রত চৌধুরী, সভাপতিম-লীর সদস্য মহশিন রশীদ, জেএসডির কার্যকারী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান, কার্যকারী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, নাগরিক ঐক্যের শহিদুল্লাহ কায়সার, মমিনুল হক, জাহেদুর রহমান, বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব শাহ আহমেদ, জাহাঙ্গীর আলম প্রমুখ। গণতন্ত্রকে জাগাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে এগিয়ে আসতে হবে জানিয়ে কামাল হোসেন বলেন, জনগণের ভোট দেয়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে। আমরা দেখেছি সেই অধিকার কীভাবে ধ্বংস করে দেয়া হয়। সিটি নির্বাচনেও একই ধরনের নাটকের পুনরাবৃত্তি দেখছি। এ দেশের মালিক জনগণ, তাদের এগিয়ে আসতে হবে প্রকৃত অর্থে দেশের গণতন্ত্রকে জাগাতে। এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচার শুরুর আগেই পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে শঙ্কার কথা তুলে ধরেন তারা। ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ বলেন, এখনো প্রচার শুরু হয় নাই। প্রচারের আগেই যে দৃশ্যমান অনিয়ম আমরা দেখছি অন্যপক্ষের থেকে। আমি বিশ্বাস করতে পারছি না এখনও যে, একটা সুষ্ঠু নির্বাচন আমরা সামনে পাব। তবে আমরা জেনেশুনে নির্বাচনে লড়াই করছি। যত প্রতিকূলতা আছে সামনে সবগুলোকে অতিক্রম করে যেন আমরা ভোটের অধিকার রক্ষা করতে পারি। অনিয়মের নানা অভিযোগ গ্রহণ করলেও নির্বাচন কমিশন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না এমন ইঙ্গিত করে তিনি বলেন, ‘বলা হচ্ছে যে, ঠিক না বা তথ্য পাওয়া যাচ্ছে না বা আরও তথ্য লাগবে। ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী ইশরাক বলেন, ‘নির্বাচনের পরিবেশ নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই। পরিবেশ যেদিকে যাচ্ছে- এটি বোঝাই যাচ্ছে যে, সম্পূর্ণভাবে প্রশাসনকে ব্যবহার করে এই ভোটের ফলাফলকে নির্ণয় করা হয়েছে। আমার মনে হয় যে, আগেই করা হয়েছে। তবে আমি বলে দিতে চাই যে, আমাদের প্রাথমিক বিজয় হয়ে গিয়েছে। কারণ আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তারা এত ভীত হেরে যাওয়ার ভয়ে, যে তারা প্রশাসনকে সর্বোচ্চ ব্যবহার করার জন্য দিকনির্দেশনা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি।
×