ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে চলেছে সাইক্লোন ব্লেক

প্রকাশিত: ০৯:৩৩, ৯ জানুয়ারি ২০২০

অস্ট্রেলিয়ার দিকে ধেয়ে চলেছে সাইক্লোন ব্লেক

অস্ট্রেলিয়ার পশ্চিমাংশের কাছাকাছি চলে এসেছে সাইক্লোন ব্লেক। ক্যাটাগরি ওয়ান ধরনের উপকূলীয় সাইক্লোন ব্লেক এক রাতের ভেতরে অস্ট্রেলিয়ার উপকূলে গিয়ে পৌঁছেছে। এর ফলে হুমকিতে পড়েছে উপকূলবর্তী এলাকাগুলো। এরইমধ্যে সেসব এলাকাগুলোতে ইয়েলো এ্যালার্ট জারি করা হয়েছে। ঘণ্টায় ৯ কিলোমিটার বেগে ধাবিত হওয়া সাইক্লোন ব্লেক বর্তমানে ব্রুমি থেকে ৩০ কিলোমিটার উত্তর উত্তরপশ্চিম এবং ডার্বি থেকে ১৭০ কিলোমিটার পশ্চিম দক্ষিণপশ্চিম দিকে রয়েছে। ধারণা করা হচ্ছে, সাইক্লোনটি ঘণ্টায় ৯৫ কিলোমিটার বেগের দমকা বাতাস নিয়ে আসবে আর কেন্দ্রে বাতাসের বেগ হবে ঘণ্টার ৬৫ কিলোমিটার। সেখানকার সময় মঙ্গলবার সকালে ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগের ধ্বংসাত্মক বাতাস বিগল বে এবং বিদ্যাডাঙ্গাতে আঘাত হানতে পারে। তবে উপকূলীয় সাইক্লোন ব্লেক মাটির সংস্পর্শে গিয়ে দুর্বল হয়ে পড়েছে। এখন সেটি দক্ষিণের দিকে সরে যাবে। ধীরে ধীরে উপকূল থেকেও বেশ দূরে চলে যাবে। এমনটাই জানিয়েছে সেখানকার আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার পুরো সাইক্লোনটি দক্ষিণ পশ্চিম দিকে সরে যায় এবং উপকূলের কাছাকাছি থাকে। সাইক্লোনকে সামনে রেখে ইয়োলো এলার্ট জারি করা হয়েছে বিদ্যাডাঙ্গার কেপ লাভেক এলাকার মানুষ ও আশপাশের এলাকার জন্য। বিদ্যাডাঙ্গা ও ব্রুমে এলাকার বাসিন্দাদের পদক্ষেপ নিতে এবং সাইক্লোন থেকে বাঁচতে প্রস্তুতি নিতে বলা হয়েছে। -এএফপি
×