ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

১৪ জানুয়ারি বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ সেভেন

প্রকাশিত: ০৯:৪৩, ৭ জানুয়ারি ২০২০

১৪ জানুয়ারি বন্ধ হয়ে যাচ্ছে উইন্ডোজ সেভেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ১৪ জানুয়ারি বন্ধ হচ্ছে মাইক্রোসফট ইনকর্পোরেশনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন। সম্প্রতি মাইক্রোসফটের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বলে হয়, অর্থনৈতিক সঙ্কটের কারণেই উইন্ডোজ সেভেন বন্ধের পরিকল্পনা করা হয়েছে। এর পরিবর্তে সঙ্কট উত্তরণের লক্ষ্যে উইন্ডোজের নতুন সংস্করণকে জনপ্রিয় করতে কাজ করা হবে। ২০০৯ সালের ২২ অক্টোবর উন্মুক্ত হয়, উইন্ডোজ সেভেন। বতর্মানে বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষের রয়েছে এ অপারেটিং সিস্টেম। তালিকায় দ্বিতীয় স্থানে আছে উইন্ডোজ টেন।
×