ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পুলিশের পোশাক পরে গাড়ি ছিনতাই চেষ্টা ॥ খেলনা পিস্তলসহ যুবক আটক

প্রকাশিত: ১২:৫৬, ৫ জানুয়ারি ২০২০

পুলিশের পোশাক পরে গাড়ি ছিনতাই চেষ্টা ॥ খেলনা পিস্তলসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় পুলিশের পোশাক পরে প্রাইভেটকার ছিনতাইয়ের চেষ্টার সময় শাহিন নামে এক ভুয়া পুলিশ আটক করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে ফতুল্লা থানা পুলিশের হাতে এই ভুয়া পুলিশকে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি খেলনা পিস্তল ও ওয়াকিটকি। শনিবার দুপুরে ভুইগড় এলাকা থেকে তাকে আটক করা হয়। রাত সাড়ে সাতটায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে, দুটি হোন্ডাযোগে পুলিশের পোশাক পরাসহ চার ব্যক্তি ফতুল্লা স্টেডিয়াম এলাকায় একটি কালো রঙের প্রাইভেটকার সিগন্যাল দিয়ে থামিয়ে সেটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় প্রাইভেটকারটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরাও পিছু নেয়। এক পর্যায়ে ভুইগড় এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি গাড়ির পেছনে আঘাত করে। তখন স্থানীয়রা ছুটে এলে ছিনতাইকারীদের তিনজন পালিয়ে গেলেও পুলিশের পোশাক পরা ছিনতাইকারী শাহিনকে আটক করে গণধোলাই দেয় বিক্ষুব্ধরা। পরে খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশের পোশাক পরা ছিনতাইকারীকে আটক করে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে তিনটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে। আটক শাহিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
×