ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টার মধ্যে ইরাকে ফের হামলা, বহু হতাহত

প্রকাশিত: ১০:৫৮, ৫ জানুয়ারি ২০২০

২৪ ঘণ্টার মধ্যে ইরাকে ফের হামলা, বহু হতাহত

মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাশেম সোলাইমানি ও ইরাকী গুরুত্বপূর্ণ মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিস নিহত হওয়ার পর শনিবার খুব ভোরে আবারও ইরাকে ইরানপন্থী যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। নিহত নেতাদের নিয়ে পরিকল্পিত শোক মিছিল করার কয়েক ঘণ্টা আগে এ হামলা চালানো হয়। এএফপি। ওই দুই নেতাকে হত্যার ঠিক ২৪ ঘণ্টা পরে নতুন হামলা চালানো হয়েছে ইরাকের আধা সামরিক বাহিনী হাশেদ আল শাবি’র গাড়ি বহরে। গ্রুপটির সঙ্গে ইরানের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তার দায় স্বীকার করেনি কেউ। কিন্তু ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পুলিশের একটি সূত্র বলেছেন, এই হামলা হয়েছে ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে। এতে বেশ কিছু মানুষ হতাহত হয়েছেন। তবে তিনি সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি। ইরাকে মার্কিন বাহিনীর পক্ষ থেকে নতুন করে হামলা চালানোর দাবি অস্বীকার করা হয়েছে। এদিকে শুক্রবার নিহতদের মৃতদেহ নিয়ে শনিবার শোক মিছিল করা হয়।
×