ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সমতা লেদার

প্রকাশিত: ০৯:১৮, ৫ জানুয়ারি ২০২০

সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সমতা লেদার

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মুনাফার তুলনায় সবচেয়ে বেশি দরে অবস্থান করছে সমতা লেদার কমপ্লেক্সের শেয়ার। এই অবস্থায় কোম্পানিটিতে বিনিয়োগ করা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। মূল্য আয় অনুপাত অর্থাৎ পিই রেশিও হিসেবে এই ঝুঁকির পরিমাণ নির্ণয় করা হয়েছে। জানা গেছে, সমতা লেদারের চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ’১৯) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। এ হিসাবে বছরে ইপিএস দাঁড়ায় ০.২০ টাকা। আর এই মুনাফার শেয়ারটি অবস্থান করছে ১৫৬ টাকায়। অর্থাৎ ১৫৬ টাকার বিনিয়োগ ফেরত পেতে সময় লাগবে ৭৮০ বছর বা পিই ৭৮০। যেখানে সর্বোচ্চ ১৫ বছরের রিটার্নকে বা ১৫ পিইকে বিনিয়োগের জন্য পরামর্শ দেয়া হয়। এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মার্জিন ঋণের যোগ্যতা হিসেবে সর্বোচ্চ ৪০ পিই রেশিও বেধে দিয়েছে। সর্বোচ্চ ঝুঁকির ২য় অবস্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্ট থেকে বিনিয়োগ ফেরত পেতে সময় লাগবে ৭২৬.১৮ বছর। আর তৃতীয় অবস্থানে থাকা সোনালী আঁশ থেকে বিনিয়োগ ফেরত পেতে লাগবে ৩৪২.১৮ বছর। শীর্ষ ১০ ঝুঁকিতে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে কে এ্যান্ড কিউ থেকে বিনিয়োগ ফেরত পেতে সময় লাগবে ৩৩৪.০৬ বছর।
×