ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পর্যটকে মুখর আনোয়ারার পারকি সৈকত

প্রকাশিত: ০৯:২৬, ৪ জানুয়ারি ২০২০

পর্যটকে মুখর আনোয়ারার পারকি সৈকত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পর্যটকদের পদচারনায় মুখর চট্টগ্রামের আনোয়ারার জনপ্রিয় পারকি সমুদ্র সৈকত। শীত মৌসুমে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে দেশী-বিদেশী পর্যটকদের সমাগমে এখানকার হোটেল, বিনোদন পার্ক ও রিসোর্টগুলো মুখরিত হয়ে উঠেছে। ফলে পর্যটন ব্যবসায় দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। প্রতিদিন হাজারো পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন সৈকতের মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য। পুরো পারকি বিচকে ঘিরে পর্যটকদের ভ্রমণ নির্বিঘœ করতে প্রশাসন নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পারকি সৈকত ঘুরে দেখা গেছে, সৈকতের পর্যটন স্পটগুলোতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের উল্লাসে ব্যাপক সমাগম রয়েছে দর্শনীয় স্থান। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে মনোরম পরিবেশে বিশাল এই সৈকতে পর্যটকদের মুগ্ধ করে আকাশ ছোঁয়া সারি সারি ঝাউ গাছ, সাগরের ঢেউয়ের মৃদুধ্বনি, বিচে রকমারি কাঁকড়া, নানা প্রজাতির অতিথি পাখির কিচিরমিচির শব্দ। ঠাকুরগাঁওয়ে শীতার্তদের পাশে প্রতিমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩ জানুয়ারি ॥ দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি শুক্রবার বিকেলে ঠাকুরগাঁয়ে জেলা পরিষদ মিলনায়তন চত্বরে শীতার্ত পাঁচ শ’ দুস্থ মানুষের মাঝে কম্বল, ১২৫ শিশুকে হরলিক্স, শীতবস্ত্র ও ৫০ বয়োজ্যেষ্ঠ মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করেছেন। এছাড়াও তিনি জেলার গৃহহীনদের গৃহ নির্মাণে অতিরিক্ত এক হাজার বান্ডেল টিন ও ত্রিশ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন । এর আগে মন্ত্রী, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ্কামাল, মহাপরিচালক মোঃ মহসীন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম প্রমুখ।
×