ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ম্যুরাল উদ্বোধন

প্রকাশিত: ০৯:০১, ৩ জানুয়ারি ২০২০

 চট্টগ্রামে বঙ্গবন্ধু ও  প্রধানমন্ত্রীর ম্যুরাল  উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে মুজিববর্ষ উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর আলকরণ সুলতান আহমদ সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল। বুধবার রাতে ফলক উন্মোচন করে এই ম্যুরাল উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ম্যুরালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং শেখ হাসিনার উদ্ভব ও নতুন বছরের বই উৎসব টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, ইতোমধ্যে নগরীকে দৃষ্টিনন্দন করতে বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনের অনেক কাজ করেছে কর্পোরেশন। এছাড়া ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয়ার ও তাদের সম্পর্কে জানানোর জন্য গুরুত্বপূর্ণ সড়ক খ্যাতিমান ব্যক্তিদের নামে নামকরণ করা হয়েছে। বরেণ্য ব্যক্তিদের ভাস্কর্য স্থাপিত হয়েছে। বাংলাদেশ বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর জন্য কর্পোরেশনের এই উদ্যোগ। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ম্যুরালটি ১০ ফুট দৈর্ঘ্য এবং ৮০ ফুট প্রশস্তের। ১৪ লাখ টাকা ব্যয়ে ম্যুরাল তৈরির কাজ করেছে স্থপতি ফয়সল ও মামুনের সলিড ভয়েড আর্কিটেক্টস প্রতিষ্ঠান। ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান, সমাজসেবক আবদুল হালিম দোভাষ, ব্যবসায়ী জহুর আহমদ সওদাগর, সলিট ভেইড আর্কিটেক্টের পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম মানুন ও স্থপতি ফয়সাল ভূইয়া। সভা পরিচালনা করেন নগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম।
×