ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদায়ী বছরে ৮৩ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ বিজিবির

প্রকাশিত: ১১:২৪, ২ জানুয়ারি ২০২০

বিদায়ী বছরে ৮৩ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ বিজিবির

স্টাফ রিপোর্টার ॥ বিদায়ী বছর প্রায় ৮৩ কোটি টাকা মূল্যমানের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। বিজিবির তরফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বাহিনীটির তরফ থেকে। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১২ লাখের বেশি ইয়াবা, প্রায় সাড়ে ৩৮ হাজার বোতল ফেনসিডিল, আট হাজারের বেশি বিদেশী মদ, প্রায় সাড়ে ছয় শ’ লিটার দেশী মদ, প্রায় নয় শ’ ক্যান বিয়ার, প্রায় সাড়ে আট শ’ কেজি গাঁজা, প্রায় এক কেজি হেরোইন ও ৮০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট। জব্দ করা অন্যান্য চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে প্রায় তিন কেজি স্বর্ণ, ইমিটেশনের প্রায় ছয় হাজার গহনা, দেড় লাখ পিস কসমেটিক্স সামগ্রী, প্রায় পাঁচ হাজার শাড়ি, দুই হাজারের বেশি থ্রি পিস, দুটি কষ্টিপাথরের মূর্তি, ১২টি ট্রাক, ১৫টি পিকআপ, ২টি প্রাইভেটকার, ২৭টি সিএনজিচালিত অটোরিক্সা ও ৪২টি মোটরসাইকেল। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ২টি পিস্তল, ২টি বন্দুক ও ৪০৭ রাউন্ড তাজা বুলেট। বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩২৪ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩৩ বাংলাদেশী ও ১০ ভারতীয় আটক হয়েছে।
×