ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উইজডেনের টি২০ দলে নেই বাংলাদেশের কেউ

প্রকাশিত: ১২:০৩, ৩১ ডিসেম্বর ২০১৯

উইজডেনের টি২০ দলে নেই বাংলাদেশের কেউ

স্পোর্টস রিপোর্টার ॥ গেল সপ্তাহে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন দশকের সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছিল। জায়গা পেয়েছিলেন বর্তমানে মাঠের বাইরে থাকা বাংলাদেশের সাকিব আল হাসান। পরশু উইজডেন প্রকাশ করেছে এই দশক সেরা টি২০ একাদশ। সেখানে জায়গা পাননি টাইগার তারকা। শুধু সাকিব কেন, বাংলাদেশের কেউই নেই সেখানে। আফগানিস্তান থেকে রাখা হয়েছে মোহাম্মদ নবী ও রশিদ খানকে। অস্ট্রেলিয়ার রঙ্গিন পোশাকের অধিনায়ক এ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন স্কোয়াডে আছেন বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শেন ওয়াটসন। আছেন জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গাও। তবে টি২০তে ভারতের তুখোড় দুই তারকা মহেন্দ্র সিং ধেনি ও রোহিত শর্মার জায়গা না পাওয়া কিছুটা আলোচনার জন্ম দিয়েছে। যেখানে নিউজিল্যান্ডের কলিনর মুনরো আছেন। আর টি২০ সাফল্যে কোহলির চেয়েও রোহিত এগিয়ে। তার দখলে আছে একাধিক বিশ্বরেকর্ডও। কোহলিকে অবশ্য স্পিন এবং পেস বোলিংয়েল বিপক্ষে সমান সাবলীল এবং তার দারুণ গড়ের জন্য জায়াগা দেয়া হয়েছে। গত এক দশকে ৮৯৭ টি২০ ম্যাচ খেলা হয়েছে। রান হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৭৮টি। উইকেটের পতন হয়েছে ১১ হাজার ২৯৩টি। সেগুলো বিচার বিশ্লেষণ করে সেরা একাদশ সাজানো আসলেই কষ্টসাধ্য বিষয়। উইজডেনের দশকসেরা টি২০ দল ॥ এ্যারন ফিঞ্চ (অধিনায়ক), কলিন মুনরো, বিরাট কোহলি, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার, মোহাম্মদ নবী, ডেভিড উইলি, রশিদ খান, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।
×