ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে ফিরে গেছেন ঢাকার আফ্রিদি ও থিসারা, যোগ দিচ্ছেন শেহজাদ ও ফাহিম

খুলনায় যোগ দিচ্ছেন আমলা

প্রকাশিত: ১২:০২, ৩১ ডিসেম্বর ২০১৯

খুলনায় যোগ দিচ্ছেন আমলা

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছর আগস্টে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান হাশিম আমলা। এরপর সম্প্রতিই তিনি আবুধাবী টি১০ ও কাতার টি১০ লীগে খেলেছেন। এবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল) খেলতে আসছেন তিনি। আজই খুলনা টাইগার্সে যোগ দেয়ার কথা রয়েছে তার। আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি সিলেট পর্ব থেকেই খুলনার জার্সিতে খেলার কথা রয়েছে তার। এটিই হবে তার বিপিএলে প্রথম অংশগ্রহণ। এদিকে ঢাকা প্লাটুন একবারে হারিয়েছে দুই অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও থিসারা পেরেরাকে। তারা দেশে ফিরে গেছেন। তাদের পরিবর্তে অবশ্য দুই পাক ক্রিকেটার আহমেদ শেহজাদ ও ফাহিম আশরাফকে নেয়া নিশ্চিত করেছে ঢাকা। সিলেট পর্ব থেকেই তারা খেলবেন। আফ্রিদি এবার বঙ্গবন্ধু বিপিএলে তেমন সুবিধা করতে পারেননি। তবে সর্বশেষ দুই ম্যাচে বল হাতে ঝলক দেখিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। এর মাঝেই হাঁটুর পুরনো ইনজুরি ফিরে এসেছে। ফলে দেশে ফিরে গেছেন তিনি। এর ফলে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বে দেখা যাবে না আফ্রিদিকে। তবে ৬ জানুয়ারিতেই আবার তাকে পাওয়ার আশা করছে ঢাকা। এছাড়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে দেশে ফিরে গেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা। এ দু’জনের জন্য অবশ্য অপেক্ষায় থাকছে না ঢাকা। ইতোমধ্যেই পাকিস্তানের ওপেনার শেহজাদ ও পেস অলরাউন্ডার ফাহিমকে দলে নেয়া নিশ্চিত করেছে দলটি। সিলেট পর্ব থেকেই তারা খেলবেন। সেই পর্বে অবশ্য ৩ জানুয়ারি ঢাকার একমাত্র ম্যাচ খুলনার বিপক্ষে। এই পর্বে আরও কয়েকটি দলে পরিবর্তন আসছে। খুলনা টাইগার্স প্রোটিয়া তারকা আমলাকে দলে ভিড়িয়েছে। ইতোমধ্যেই দলটিতে দুই দক্ষিণ আফ্রিকান তারকা রাইলি রুশো ও রবি ফ্রাইলিঙ্ক খেলছেন নিয়মিত। তাদের সঙ্গে ৩৬ বছর বয়সী আমলা যোগ দেবেন আজ এবং খেলবেন সিলেট পর্ব থেকেই। এ বিষয়ে দলের মিডিয়া ম্যানেজার নাফীস ইকবাল বলেন, ‘আগামীকাল (আজ) আমলা পৌঁছুবেন। পরবর্তী ম্যাচেই খেলতে পারবেন তিনি।’ এবারই প্রথম বিপিএলে খেলবেন আমলা। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন এ ওপেনার। এছাড়া পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আমির ইয়ামিনও খুলনা টাইগার্সে যোগ দিচ্ছেন সিলেট পর্বে। নাফীস তার বিষয়টিও নিশ্চিত করেছেন। সিলেট পর্বে ৩ ও ৪ জানুয়ারি যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ আছে খুলনার। এদিকে সিলেট পর্ব শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ছাড়বেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার লেন্ডল সিমন্স ও পেসার কেসরিক উইলিয়ামস। জাতীয় দলের ব্যস্ততায় তারা ফিরে যাবেন। তবে সেই অভাব পূরণ হবে ৫ জানুয়ারিতেই। সেদিন রাতেই চট্টগ্রামের হয়ে খেলতে আসার কথা ক্যারিবীয় বিধ্বংসী ওপেনার ক্রিস গেইলের।
×