ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিহ্যাব উইন্টার ফেয়ারে ৪৫৬ কোটি টাকার বুকিং

প্রকাশিত: ০৯:১৮, ৩০ ডিসেম্বর ২০১৯

 রিহ্যাব উইন্টার ফেয়ারে ৪৫৬ কোটি টাকার বুকিং

অর্থনৈতিক রিপোর্টার ॥ রিহ্যাব উইন্টার ফেয়ারে ৪৫৬ কোটি টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় সতের শ’ কোটি টাকা। রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত ৫ দিনব্যাপী এই ফেয়ারে ক্রেতা-দর্শনার্থী প্রবেশ করেছে ২৯ হাজার ১০৩ জন। রিহ্যাব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্য অনুযায়ী, ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ২৭৬ কোটি টাকা, প্লট ৫৩ কোটি টাকা এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে ১২৭ কোটি টাকা। ২৪-২৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ফেয়ার সম্পন্ন হয়। মেলায় ১৬০টি প্রতিষ্ঠানের মোট ২৩০টি স্টল ছিল। এ বছর ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব। মেলার শেষদিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র’র প্রধান আকর্ষণ ছিল প্রাইভেটকার। জোবায়ের বিন কিবরিয়া নামে এক ব্যক্তি লটারির মাধ্যমে প্রাইভেটকারটি জিতে নেন। রিহ্যাব এর ফেসবুক পেজ এ লটারির ফলাফল প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ২০০১ সাল থেকে ঢাকায় আবাসন মেলা শুরু করে রিহ্যাব।
×