ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রংতুলিতে জাবির শীতকালীন অতিথি পাখি

প্রকাশিত: ১০:৫৭, ২৬ ডিসেম্বর ২০১৯

রংতুলিতে জাবির শীতকালীন অতিথি পাখি

জাবি সংবাদদাতা ॥ শীতের আগমনী বার্তা নিয়ে এবার একটু আগেই সুদূর সাইবেরিয়াসহ হিমালয়ের উত্তরের দেশগুলো থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছুটে এসেছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। কয়েকদিন ধরেই শীতের প্রকোপ একটু বেশি সঙ্গে রয়েছে ঘনকুয়াশাও। এরই মধ্যে একঝাঁক তরুণ চিত্রশিল্পী কুয়াশা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সকালেই তুলি আর জলরংসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে। তাদের উদ্দেশ্য ক্যানভাসে অতিথি পাখির সৌন্দর্য ফুটিয়ে তোলা। শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশ ধীরে ধীরে কুহু কূজনে জেগে ওঠে, হয়ে ওঠে কর্মব্যস্তময়। কুয়াশাটা কেটে যায় রোদ ওঠা মাত্রই। আলোর হাসি শুরু হয়ে যায় চারদিকে। ঘাসের ওপর শিশির, তার ওপর রোদ। শিশিরের বিন্দু যেন হীরার টুকরোর মতো জ্বল জ্বল করছে। ততক্ষণে লাল শাপলার দীঘিতে অতিথি পাখিরা ডুবসাঁতার কিংবা খুনসুটিতে ব্যস্ত। পাখি ডাকছে কিচিরমিচির, আবার ডুব দিয়ে হারিয়ে যায় শাপলার মাঝে, একদল উড়ছে এপ্রান্ত থেকে ওপ্রান্তে, এ লেক থেকে ওই লেকে। বাহারি রঙের এসব অতিথি পাখির খুনসুটি আর ছোটাছুটি উদ্বেলিত করে তোলে শিল্পীমনকে। ‘প্রকৃতির সান্নিধ্যে শিল্পীদের বসবাস’ এই সেøাগানকে প্রতিপাদ্য করে জাবিতে গত ২৩ ডিসেম্বর শুরু হয় ‘ডট আর্টিস্ট’ গ্রুপের তিন দিনব্যাপী এই আউটডোর ক্যাম্প। দেশের প্রায় ৩০ বিশ্ববিদ্যালয়ের তরুণ চিত্রশিল্পীদের নিয়ে গঠিত এই সংগঠনটির এটি ৩০তম আউটডোর ক্যাম্প। জাবির শীতকালীন অতিথি পাখি তাদের এবারের ছবি আঁকার বিষয়। সোম ও মঙ্গলবার দিনব্যাপী অতিথি পাখির চিত্রকর্ম তৈরির ক্যাম্পের আয়োজন করেন তারা। বুধবার দুপুরে চিত্রকর্ম তৈরির কাজ শেষ হলে বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে তা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। অতিথি পাখি দেখতে আসা নানা বয়সী মানুষেরা ভিড় জমায় প্রদর্শনীতে। জীবন্ত পাখির মতোই ছবিগুলোও যেন জীবন্ত হয়ে ভেসে ওঠে তাদের সামনে। ক্যাম্পের অন্যতম আয়োজক ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) মাস্টার্সের শিক্ষার্থী দীপ্ত মোদক বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্য। শীতের মৌসুমে এই অপরূপ ক্যাম্পাসের অলঙ্কার অতিথি পাখি। শিল্পচর্চার মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য এবং রূপবৈচিত্র্য শিল্পীর ভাষায় সবার কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। ডট আর্টিস্ট গ্রুপের তরুণ শিল্পীরা একসঙ্গে সৃজনশীল শিল্পচর্চার আয়োজন করেছে। শীতকালে জলরঙের মাধ্যমে শিল্পীদের মনে ভাব প্রকাশ করার আনন্দ অন্যরকম।’
×