ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৯ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু

প্রকাশিত: ১১:০৩, ২৫ ডিসেম্বর ২০১৯

৯ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন ৯ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হবে। বিকেল ৪টায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন বসবে। এটা নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন অর্থাৎ শীতকালীন অধিবেশন। সংসদ সচিবালয় জানিয়েছেন, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭১ অনুচ্ছেদের ক্ষমতা বলে মঙ্গলবার এই অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশন কতদিন চলবে তা জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারিত হবে। তবে বছরের প্রথম অধিবেশন সাধারণত দীর্ঘ হয়ে থাকে। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ভাষণ দেবেন। অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে ও আগামীদিনের নির্দেশনা দিয়ে বক্তব্য রাখবেন। ইতোমধ্যেই মন্ত্রীসভার বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে সাধারণ আলোচনা হবে। সেদিক থেকে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ অধিবেশন চলতে পারে। উপজেলাভিত্তিক নারীদের চাকরি মেলা জনশক্তি প্রেরণের কার্যক্রমে আরও সচেতনতা বাড়াতে শুধু নারীদের জন্য উপজেলাভিত্তিক চাকরি মেলা আয়োজনের সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মোঃ আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস, পংকজ নাথ এবং মোঃ সাদেক খান অংশগ্রহণ করেন।
×