ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকার দুই সিটি নির্বাচনে অংশ নেবে জাপা

প্রকাশিত: ১১:৩৩, ২৪ ডিসেম্বর ২০১৯

ঢাকার দুই সিটি নির্বাচনে অংশ নেবে জাপা

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দেবে জাতীয় পার্টি এবং ঢাকা সিটি নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থীরা মাঠে থাকবে। তিনি বলেন, আজ মঙ্গলবার থেকে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে এ্যালায়েন্স করার প্রস্তাব এলে জাতীয় পার্টি তা বিবেচনা করবে। জাপা চেয়ারম্যানের বনানী অফিসে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী লিটনের নেতৃত্বে অর্ধশত বিএনপি নেতাকর্মী এবং জাগপার প্রেসিডিয়াম সদস্য হাসমত উল্লাহ-এর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় জাতীয় যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যান। দেশের প্রধান তিনটি দলের মধ্যে জাতীয় পার্টি সাধারণ মানুষের কাছে সম্ভাবনাময় দল এমন মন্তব্য করে সাবেক মন্ত্রী জিএম কাদের বলেন, দেশের মানুষ মনে করে জাতীয় পার্টিই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। তাই জাতীয় পার্টির কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক বেশি। সরকারের বিকল্প হিসেবে মানুষ জাপার ওপরই ভরসা রাখেন। কারণ, দলের প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলেই মানুষ বেশি অধিকার ভোগ করেছে। উন্নয়ন, সুশাসন, নিরাপত্তা, শান্তি ও সম্প্রীতির প্রশ্নে জাতীয় পার্টির শাসনামলই অনন্য। বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, যোগদানকারীদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক হাজী মোঃ লিটন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রেসিডিয়াম সদস্য মোঃ হাসমত উল্লাহ, জাগপার ঢাকা মহানগর সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবলু, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন আহমেদ বাবুল, আমানত হোসেন আমানত, আহসান আদেলুর রহমান আদেল এমপি, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব মোঃ নোমান মিয়া, হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন প্রমুখ। মেয়র প্রার্থীদের মধ্যে ২৪-২৭ ডিসেম্বর আবেদন বিতরণ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয় পার্টি মনোনয়ন আগ্রহীদের মধ্যে আজ ২৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র বিতরণ করা হবে। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে ২৭ ডিসেম্বরের মধ্যে তা পূরণ করে জমা দিতে হবে। ২৯ ডিসেম্বর চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ করে ৩০ ডিসেম্বর তারিখে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। প্রার্থীগণ ৩১ ডিসেম্বর সংশ্লিষ্ট নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন।
×