ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে চেক প্রদান

প্রকাশিত: ০৯:২৬, ২৩ ডিসেম্বর ২০১৯

 গাজীপুরে অগ্নিকান্ডে নিহতদের  পরিবারকে  চেক প্রদান

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকান্ডে নিহত পরিবারের সদস্যদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে কারখানা কর্তৃপক্ষ। রবিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাব চত্বরে কারখানার পক্ষ থেকে কারখানার হেড অব সেলস অফিসার মোঃ শফিকুর রহমান নিহত ১০ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে ১ লাখ টাকা করে চেক তুলে দেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে কারখানার হেড অব সেলস অফিসার মোঃ শফিকুর রহমান বলেন, কারখানা যতদিন থাকবে ততদিন নিহতের প্রতি পরিবারকে প্রতিমাসে ১০ হাজার টাকা করে এবং উৎসব ভাতা দেয়া হবে। এছাড়াও তাদের পরিবারের যোগ্য ও কর্মক্ষম প্রতিনিধিকে চাকরি দেয়া হবে এবং সন্তানদের লেখাপড়ার খরচও দেয়া হবে। এছাড়াও দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সার্বিক সহায়তা প্রদান করা হবে। এ সময় তিনি কারখানার অনুমোদন ও অনুমতির সব কাগজপত্র রয়েছে বলে দাবি করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে নিহত ১০ জনের সব পরিবারের সদস্যরা উপস্থিত থেকে অনুদানের টাকা গ্রহণ করেন। অনুষ্ঠানে কারখানার লিগ্যাল এ্যাডভাইজার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার কেশরিতা এলাকার রুজা হাইটেক গ্রুপের লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকা-ে ১০ শ্রমিক নিহত ও দুইজন দগ্ধ হয়।
×