ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃষি গবেষকদের কর্মশালা

প্রকাশিত: ০৯:১৫, ২৩ ডিসেম্বর ২০১৯

 কৃষি গবেষকদের কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২২ ডিসেম্বর ॥ পেঁয়াজসহ আধুনিক মশলা উৎপাদন প্রযুক্তি হস্তান্তর ও গবেষণা সম্প্রসারণে কৃষক, রাজশাহী, রংপুরের কৃষি গবেষকদের নিয়ে রবিবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্র্যাক লার্নিং সেন্টারে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবুল কালামের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহা, অতিরিক্ত সচিব (গবেষণা) কমলা রঞ্জন দাস, কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিচালক কিংকর চন্দ্র দাস ও ড. আব্দুল ওহাব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন প্রকল্প পরিচালক ড. শৈলেন্দ নাথ মজুমদার।
×