ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সদরঘাটে ৩১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশিত: ১১:৩৯, ২২ ডিসেম্বর ২০১৯

সদরঘাটে ৩১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কোতোয়ালির সদরঘাট এলাকার এক ফল ব্যবসায়ী ও তার দুই কর্মচারীকে মারধরের পর ৩১ লাখ ৩৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে আরফান সরকার (৪০), খোকন চন্দ্র ধর (৪৫) ও আলমগীর (৪০)। কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ নুর আলম জানান, গত ১৮ ডিসেম্বর রাতে ফল ব্যবসায়ী মোঃ ওয়াহেদ এবং তার দুই কর্মচারী ইমতিয়াজ ও সাহাবুদ্দিনকে নিয়ে ন্যাশনাল ব্যাংক থেকে ২৭ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেন। এরপর তার বাদামতলীর ফলের আড়ত থেকে আরও ৩ লাখ ৯৬ হাজার টাকা নিয়ে পুরান ঢাকার ওয়ারীতে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে সদরঘাট এলাকার পোদ্দার লেনে তাদের পথ আটকে মারধর ও চোখে গুল দিয়ে ৩১ লাখ ৩৬ হাজার টাকা ছিনতাই করে বেশ কয়েকজন। ঘটনার পর রাতেই ব্যবসায়ী ওয়াহেদ কোতোয়ালি থানায় মামলা করেন। পরদিন ভোরে ছিনতাইকারী আরফানকে গ্রেফতার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে শনিবার সকালে বাকি দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৪ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত মোঃ নুর আলম খোকন, আরফান ও আলমগীরের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলার তদন্তে ও গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাত দলে ছয়জন রয়েছে। দোকান কর্মচারী ইমতিয়াজ ও সাহাবুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের গ্রেফতার ও বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
×