ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলায় ধান খেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:৪০, ১৫ ডিসেম্বর ২০১৯

ভোলায় ধান খেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৪ ডিসেম্বর ॥ বোরহানউদ্দিন উপজেলায় ধান খেত থেকে মোঃ নসু (৫০) নামে এক মানসিক প্রতিবন্ধীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দেউলা শিবপুর গ্রামের ধান খেত থেকে পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নসু ভোলার লালমোহন উপজেলার মহেশখালী গ্রামের মোঃ সামছুদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, বেশ কিছু দিন আগে নিহত নসু তার নানার বাড়ি বেড়াতে আসে। সে মানসিক ভারসম্য ছিল। শনিবার সকালের দিকে স্থানীয়রা একটি লাশ ধান ক্ষেতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানার নিয়ে আসে। নিহতের মৃতদেহ দেখে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে কোন ধারালো অস্ত্র দিয়ে তার গলা কাটা হয়েছে। মৌলভীবাজারে অজ্ঞাত যুবক নিজস্ব সংবাদদাতা মৌলভীবাজার থেকে জানান, বড়লেখা থানা পুলিশ সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের একটি মুর্তা বেতের বাগান থেকে শুক্রবার রাত ৮টার দিকে অজ্ঞাত এক যুবকের (৪০) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে শনিবার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের ইউপি মেম্বার ফরমান আহমদের ভাগ্নে হাসান আহমদ শুক্রবার বিকেলে নিজেদের একটি ছাগল খুঁজতে গিয়ে মেম্বারের বাড়ির পশ্চিম দিকের নিচু স্থানের মুর্তা বাগানে পড়ে থাকা অবস্থায় একটি বস্তা দেখতে পায়। থানার ওসি মোঃ ইয়াছিনুল হক ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেন। বগুড়ায় দিনমজুর স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, বগুড়ার নন্দীগ্রামের চণ্ডিপুর মাঠ থেকে শনিবার দুপুরে আব্দুর রহিম বল্টু (৪৫) নামের দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামের মকবুল হোসেনের ছেলে। উপজেলার বুড়ইল ইউনিয়নের চ-িপুর মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
×