ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু ॥ হাসপাতাল ভাংচুর

প্রকাশিত: ০৯:৩৮, ১৫ ডিসেম্বর ২০১৯

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু ॥ হাসপাতাল ভাংচুর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর শহরের কালিতলায় এইচ কে মাদার কেয়ার হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আবারও চিকিৎসকের ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই হাসপাতালে রোগীর স্বজনেরা আসবাবপত্র ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। রোগীর স্বজনদের অভিযোগ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ হযরত আলীর ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়েছে। নিহত প্রসূতির নাম বিউটি আরা (৩৫)। তিনি দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ উত্তর বংশিপুর এলাকার আব্দুল মান্নানের স্ত্রী। জানা যায়, শনিবার ভোরে প্রসব ব্যথা উঠলে পরিবারের লোকজন শহরের এইচ কে মাদার কেয়ার হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করান। পরে সকালে ওই প্রসূতির সিজার করান চিকিৎসক ডাঃ হযরত আলী। সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হয়। বেলা সাড়ে ১১টার দিকে রোগীকে ইনজেকশন পুশ করার কিছুক্ষণ পরেই ছটফট করতে করতে মারা যায় বিউটি আরা। পরে রোগীর স্বজনেরা কি ইনজেকশন পুশ করা হয়েছে তা জানতে চাইলে রোগীর ফাইলপত্র নিয়ে চলে যায় স্টাফরা। পরে তাদের আর কাগজপত্র দেয়া হয়নি। এতে ভুল ইনজেকশন পুশ করা হয়েছে মর্মে অভিযোগ করে পরিবার ও স্বজনেরা। এর আগেও ওই হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। নিহতের বড় বোন ফাতেমা বেগম বলেন, ‘আমার বোনকে ভর্তি করার পর অপারেশন করান ডাঃ হযরত আলী। ছেলে সন্তানের জন্ম হয়। রোগীর সঙ্গে কথাও বলা হয়, এ পর্যন্ত রোগী ভাল ছিল। কিন্তু কিছুক্ষণ পরে রোগীকে একটি ইনজেকশন পুশ করার পরে ছটফট করে মারা যায়।’ ইচ্ছাকৃতভাবে রোগীকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ তার। এ বিষয়ে ডাঃ হযরত আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আপনারা কি লিখবেন লিখেন।’ কি ইনজেকশন পুশ করা হয়েছিল এবং রোগীর ফাইলপত্র দেয়া হচ্ছে না কেন এমন প্রশ্ন করা হলেও উত্তর দেননি তিনি।
×