ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

উন্নয়নের কারণে বহির্বিশ্বে দেশের মর্যাদা বেড়েছে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৯:৪১, ১১ ডিসেম্বর ২০১৯

উন্নয়নের কারণে বহির্বিশ্বে দেশের মর্যাদা বেড়েছে ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অর্থনৈতিক উন্নয়নের কারণে বহির্বিশে^ আমাদের মর্যাদা বেড়েছে। অগ্রগতির জন্য আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। উন্নত বিশে^ আইনের প্রয়োগ রয়েছে। সবাই আইন মেনে চলে, নিয়মিত কর প্রদান করে। আমাদের দেশকেও এগিয়ে নিতে হলে আয়কর প্রদানের বিকল্প নেই। কারণ, জনগণের কাছ থেকে পাওয়া ভ্যাট, ট্যাক্স দিয়েই দেশের উন্নয়ন হয়ে থাকে। মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে কথাগুলো বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, আমাদের ওপরই নির্ভর করবে কত দ্রুত দেশ এগিয়ে যাবে। উন্নত দেশগুলোর মতো আমাদেরও আইন মানতে হবে। সঙ্কীর্ণতা পরিহার করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ দেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। রাষ্ট্র কোন ব্যবসা করে না। সরকার সন্তানদের পড়ালেখার জন্য বিনামূল্যে বই দিচ্ছে। বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছে। এর সুফল পাচ্ছে জনগণ। জনগণ যদি ঠিকমতো আয়কর ও ভ্যাট পরিশোধ করে তাহলে দেশ দ্রুত উন্নয়নের দিকে যাবে। জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মারগুব আহমেদ। ভ্যাট কমিশনার মোঃ এনামুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কর অঞ্চল-৩ এর কমিশনার সৈয়দ মোঃ আবু দাউদ, চট্টগ্রামের কর কমিশনার ইকবাল হোসেন, আবুল কালাম কায়কোবাদ, মুনতাসির বিল্লাহ, বন্ড কমিশনার মাহবুবজামান, চট্টগ্রাম উইমেন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আবিদা মোস্তফা।
×