ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে অরবিন্দ ঠাকুরের স্মৃতিফলক উন্মোচন

প্রকাশিত: ১১:৪৬, ৭ ডিসেম্বর ২০১৯

 কিশোরগঞ্জে অরবিন্দ  ঠাকুরের স্মৃতিফলক  উন্মোচন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৬ ডিসেম্বর ॥ জাতীয় শিক্ষার প্রথম উদ্যোক্তা তথা মহাবিপ্লবী ঋষি অরবিন্দ স্মরণে কিশোরগঞ্জে আলোচনা সভা ও তার স্মরণে স্মৃতি ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের আখড়াবাজারে শ্যামসুন্দর লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার প্রধান ফটকের দেয়ালে অরবিন্দের স্মৃতিফলক উন্মোচন করা হয়। পরে আখড়া প্রাঙ্গণে জেলা প্রশাসক ও আখড়ার সভাপতি সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব কালচার (কলকাতা-ভারত) সেন্টারের প্রধান লেখা মজুমদার, ঢাকা সেন্টারের সম্পাদক অমিয় মুখার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন প্রমুখ।
×