ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে আটক ১৭ বাংলাদেশী জেলেকে ফেরত

প্রকাশিত: ১০:২৫, ৭ ডিসেম্বর ২০১৯

মিয়ানমারে আটক ১৭  বাংলাদেশী  জেলেকে ফেরত

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমার সমুদ্রসীমায় আটক ১৭ বাংলাদেশী জেলেকে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে কোস্টগার্ড। শুক্রবার তাদের দেশে ফিরিয়ে আনা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হামিদুল ইসলাম। খবর বাংলা নিউজের। এর আগে বৃহস্পতিবার রাতে টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন এলাকায় বোটের ইঞ্জিন বিকল হয়ে ১৭ বাংলাদেশী জেলে মিয়ানমার সমুদ্র সীমানায় ঢুকে যায়। তখন তাদের আটক করে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। বিষয়টি জানার পর মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করে কোস্টগার্ড। আলোচনার মাধ্যমে তাদের ফিরিয়ে আনতে কোস্টগার্ডের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হয়। যার সফল সমাপ্তি ঘটে তাদের ফিরিয়ে আনার মাধ্যমে।
×