ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রগ্রেসিভ লাইফের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ১১:৫৮, ৪ ডিসেম্বর ২০১৯

প্রগ্রেসিভ লাইফের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের গত ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। এদিকে কোম্পানিটি ২০১৬ ও ২০১৭ সালের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। আগামী ২ ফেব্রুয়ারি কোম্পানিটির গত ৩ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ জানুয়ারি। -অর্থনৈতিক রিপোর্টার আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালক মোঃ আজিমুল ইসলাম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজিমুল ইসলাম ৮ লাখ ৪১ হাজার ৭০০ শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির মোট ১ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৭৩৪টি শেয়ার আছে। কোম্পানিটি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে। -অর্থনৈতিক রিপোর্টার
×