ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হার মানল ফেসবুক

প্রকাশিত: ১১:৩৩, ৪ ডিসেম্বর ২০১৯

হার মানল ফেসবুক

শেষ পর্যন্ত সিঙ্গাপুর সরকারের কাছে হার মেনেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ‘স্ট্রেইটস টাইমস’ রিভিউের (এসটিআর) এক পোস্টে সংশোধনী নোটিস দিয়েছে ফেসবুক। এসটিআর-ও ওই পোস্টটিতে মিথ্যা তথ্য রয়েছে বলে দাবি করে আসছিল সিঙ্গাপুর সরকার। সিঙ্গাপুরের ‘ভুয়া নিউজ’ বিরোধী আইনের আওতায় প্রথমবার কোন পোস্ট নিয়ে এ ধরনের নোটিস দিল ফেসবুক। দেশটির সরকার বলছে, এসটিআরের পোস্টে ‘নোংরা অভিযোগ’ করা হয়েছে। ফেসবুক তাদের ইস্যু করা নোটে জানায়, ‘আইন মেনে বলতে হচ্ছে, সিঙ্গাপুর সরকার বলছে এ পোস্টের তথ্য ভুয়া।’ এসটিআরের মূল পোস্টের নিচে এমবেড করে দিয়েছে ফেসবুক। তবে এটি কেবল সিঙ্গাপুরের ফেসবুক ব্যবহারকারীরাই দেখতে পাচ্ছেন। এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, তারা একটি পোস্টের নিচে ‘সিঙ্গাপুর সরকারের দাবি করা ভুয়া তথ্য তথ্যের’ লেবেল লাগিয়েছে, যা ‘ভুয়া নিউজ’ আইনের অধীনে দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। ফেসবুকের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়, মানুষের বাকস্বাধীনতায় সিঙ্গাপুরের নতুন আইন কোন বাধা সৃষ্টি করবে না। এটির স্বচ্ছ ও যথাযথ প্রয়োগ হবে।-বিবিসি
×