ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের মামলার শুনানি আজ

প্রকাশিত: ১০:১৪, ১ ডিসেম্বর ২০১৯

 সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের মামলার শুনানি আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ মেয়াদী গ্রীন ডেল্টা ও ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডকে পরিবর্তনের উদ্যোগের বিরুদ্ধে সম্প্রতি হাইকোর্ট থেকে দুই মাসের স্থগিতাদেশ পেয়েছিল সম্পদ ব্যবস্থাপক কোম্পানিটি। তবে হাইকোর্টের এ স্থগিতাদেশের বিরুদ্ধে আপীল বিভাগের চেম্বার জজের কাছে পিটিশন দায়ের করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ফান্ড দুটির ইউনিটহোল্ডাররা। বৃহস্পতিবার চেম্বার জজের আদালতে পিটিশনটি উপস্থাপন করা হলে এলআর গ্লোবালের পক্ষে একদিনের সময় প্রার্থনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত আজ শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন। বৃহস্পতিবার আপীল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে বিএসইসির পক্ষ থেকে সিভিল পিটিশন এবং দুই ফান্ডের আট ইউনিটহোল্ডারের পক্ষ থেকে সিভিল মিসসেলেনাস পিটিশন দায়ের করা হয়। উল্লেখ্য, এলআর গ্লোবাল এবং বিএসইসি ও ট্রাস্টি বিজিআইসির মধ্যে আইনী লড়াইয়ে ইউনিটহোল্ডাররা পক্ষভুক্ত ছিল না। কিন্তু যেহেতু ফান্ড দুটির সঙ্গে তাদের স্বার্থ জড়িত, সেহেতু হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আইডিএলসি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ভিআইপিবি এ্যাসেট ম্যানেজমেন্ট, এজ এ্যাসেট ম্যানেজমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইডিএলসি ইনভেস্টমেন্ট, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা ডিবিএইচ চেম্বার জজের আদালতে সিভিল মিসসেলেনাস পিটিশন দায়ের করেছে।
×