ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএএফ ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

প্রকাশিত: ১১:৫৮, ২৯ নভেম্বর ২০১৯

বিএএফ ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ৬৩তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ কামরুল এহসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কোর্সে মোট ১৭ প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশগ্রহণ করেন, তাদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ১০, বাংলাদেশ নৌবাহিনীর ২, রাজকীয় সৌদি বিমান বাহিনীর ২, বাংলাদেশ সেনাবাহিনীর ১, রাজকীয় মালয়েশিয়ান বিমান বাহিনীর ১ ও শ্রীলঙ্কা বিমান বাহিনীর ১ কর্মকর্তা। কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ফয়সাল আহমেদ রেমন ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। সফলতার সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির জন্য প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে এফএসআইয়ের অধিনায়ক এফএসআই পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান বাহিনীর উর্ধতন কর্মকর্তাসহ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, শ্রীলঙ্কান ও মালয়েশিয়ান হাইকমিশনের আমন্ত্রিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×