ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সহযোগিতা ও অংশীদারিত্ব লিঙ্গ সমতা অর্জনে ভূমিকা রাখবে ॥ ইন্দিরা

প্রকাশিত: ১৩:০৫, ২৮ নভেম্বর ২০১৯

সহযোগিতা ও অংশীদারিত্ব লিঙ্গ সমতা অর্জনে ভূমিকা রাখবে ॥ ইন্দিরা

স্টাফ রিপোর্টার ॥ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সহযোগিতা ও অংশীদারত্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা অর্জনে জোরদার ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ইকোনমিক এ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এ্যান্ড প্যাসিফিক (এসক্যাপ) সম্মেলনে নারী নেতৃত্ব বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবার থাইল্যান্ডের ব্যাংকের ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স সেন্টারে বেজিং প্লাস-২৫ রিভিউ বিষয়ে এশিয়া প্যাসিফিক মিনিস্ট্রিয়াল কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধিদলের বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী এ কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে আরও আছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।
×