ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীর্ষ দশ তরুণ উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র

শিক্ষিত যুবকদের চাকরি করার চাইতে দেয়ার মানসিকতা গড়তে হবে

প্রকাশিত: ১২:১২, ২৮ নভেম্বর ২০১৯

শিক্ষিত যুবকদের চাকরি করার চাইতে দেয়ার মানসিকতা গড়তে হবে

স্টাফ রিপোর্টার ॥ উদ্যোক্তা তৈরির অংশীদার হতে ও নিজেও উদ্যোক্তাদের মেন্টর হতে চান ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম। একইসঙ্গে শিক্ষিত যুবকদেরকে চাকরি করার চেয়ে চাকরি দেয়ার মানসিকতা গড়ে তুলতে আহ্বান জানান তিনি। বুধবার বেলা ১২টায় রাজধানীর আগারগাঁও এ অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ এন্টারপ্রাইজ এ্যাডভাইস এ্যান্ড হেল্পসেন্টার (বিইয়েহ) আয়োজিত প্রকল্প শিখন বিনিময় ও শীর্ষ দশ তরুণ উদ্যোক্তার এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। প্রজেক্ট লার্নিং শেয়ারিং এ্যান্ড এ্যাওয়ার্ড সিরিমনি এর সভাপতি আব্দুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিইয়েহ -এর নির্বাহী পরিচালক আশফাহ হক, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র শীর্ষ দশ তরুণ উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান করেন। আতিকুল ইসলাম বলেন, দেশকে আর্থসামাজিকভাবে উন্নত করতে দক্ষকর্মী ও পেশাজীবীর সঙ্গে সঙ্গে দক্ষ উদ্যোক্তা তৈরি অপরিহার্য। আমি এই দক্ষ উদ্যোক্তা তৈরির অংশীদার হতে চাই, আমি নিজেও উদ্যোক্তাদের মেন্টর হতে চাই। তিনি বলেন চাকরি করার চেয়ে চাকরি দেয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি নিজের উদাহরণ টেনে বলেন, পরিবারের চাকরিজীবী সকল ভাই বোনের সবার ছোট হয়েও তিনি চাকরির দিকে না ঝুঁকে ব্যবসাকে প্রাধান্য দিয়েছিলেন। নিজে তার মেধা, পরিশ্রম, অধ্যবসায় দিয়ে হয়েছেন দেশের অন্যতম সফল ব্যবসায়ী, স্বীকৃতিস্বরূপ নির্বাচিত হয়েছেন বিজিএমইএ -এর সভাপতি হিসেবে। নেতৃত্ব দিয়েছেন দেশের সবচেয়ে গতিশীল খাত তৈরি পোশাক শিল্পের। তরুণদেরকে আশাহত না হয়ে অধ্যবসায় সহকারে কাজ করে যাবার আহ্বান জানিয়ে মেয়র বলেন, মানুষের জীবনে উত্থান-পতন আছে থাকবে, আমিও অনেকবার বড় ধাক্কা খেয়েছি, বাধা পেয়েছি, কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়েছি আবার। থেমে থাকলে চলবে না, লড়তে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোন বিকল্প নেই। জীবনের মতো ব্যবসাতেও জোয়ার-ভাটা থাকবে, এটাকে মেনে নিয়েই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তিনি বলেন, আমি জেনেছি এই সংস্থার বেশ কিছু মেন্টর আছেন যারা বিনা পারিশ্রমিকে এই তরুণ উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দেন। আমি তাদের এই মহৎ কর্মকে সাধুবাদ জানাই, সম্মান জানাই। আমি নিজেও আপনাদের মতো তরুণদেরকে নিয়ে কাজ করতে চাই, মেন্টর হতে চাই। ডিএনসিসি মেয়র বলেন, আমার নির্বাচনী সেøাগান ছিল সবাই মিলে সবার ঢাকা। দেশের এই বিরাট কর্মক্ষম বেকার যুবকদেরকে যদি কর্মের মূলধারায় নিয়ে আসা যায়, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায় তবে দেশের সামগ্রিক জিডিপি ও অর্থনীতিতে এর গুণগত প্রভাব পরবে। মানুষের জীবনমান উন্নত হবে।
×